সখিপুর প্রতিনিধি: জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গী, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধে ক্লাস রুটিন বিতরণ করা হয়েছে। ‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদককে বলি না’, ‘বাল্য বিবাহকে না বলি, বাল্য বিবাহকে প্রতিরোধ করি’, ‘জঙ্গী-মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’, এসব স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের নির্দেশে দেবহাটা থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা মূলক ক্লাস রুটিন বিতরণ করা হয়। সোমবার সকালে দেবহাটা বি বি এম পি মডেল হাই স্কুলে প্রধান শিক্ষক মদন মোহন পালের সভাপতিত্বে ক্লাস রুটিন বিতরণের উদ্বোধন করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন। এ ছাড়া সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিরুজ্জামানের সভাপতিত্বে চাত্র ছাত্রীদের মাঝে ক্লাস রুটিন বিতরন করা হয়। তাছাড়া দুপুর ১২ টায় পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ১ টায় হাদিপুর জগন্নাথপুর আহছানিয়া আলিম মাদ্রাসা সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ক্লাস রুটিন বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, এস আই ইয়ামিন আলী, উজ্জল দত্ত, আল-আমিন, এ এস আই কায়সার, আব্দুল গনি, আমজাদ হোসেন, দেবহাটা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোমিনুর রহমান, রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রব লিটু, যুগ্ন সাধারন সম্পাদক কবির হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। এদিকে জঙ্গী, মাদক ও বাল্য বিবাহ সম্বলিত সচেতনতা মুলক ক্লাস রুটিন বিতরন করায় সাতক্ষীরা পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার বিভিন্ন শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী সহ এলাকার সুধিজন।
Leave a Reply