লাইফস্টাইল ডেস্ক: পরিষ্কার করার পর শখের জিন্স বিবর্ণ হয়ে গেছে? সঠিক উপায়ে জিন্স পরিষ্কার করলে পড়তে হবে না এমন ভোগান্তিতে। জেনে নিন কীভাবে পরিষ্কার করবেন জিন্স।
জিন্স পরিষ্কার করার সময় সবসময় মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করবেন।
ব্লিচিং উপাদান আছে এমন ডিজারজেন্ট ব্যবহার করবেন না।
কখনও গরম পানিতে ধোবেন না জিন্স।
পানিতে ভেজানোর আগে জিন্স উল্টা করে নিন।
ধোয়ার আগে ৪৫ মিনিট ভিজিয়ে রাখুন।
জিন্স কখনও আছড়ে ধোবেন না।
হালকা হাতে ধুয়ে বারান্দায় ঝুলিয়ে দিন।
খুব কড়া রোদে জিন্স না শুকানোই ভালো।
ঘন ঘন জিন্স ধোবেন না। কয়েক মাস পর পর ধুলে ভালো থাকবে অনেকদিন।
তথ্য: উইকি হাউ
Leave a Reply