নিজস্ব প্রতিনিধি: বরিশালে ডিবি পুলিশ কর্তৃক বে-সরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি’র ফটো সাংবাদিক সুমন হাসানকে নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল বারী, সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরি, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহিম, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী দেশ টিভির শরিফুল্লাহ কায়সার সুমন, ডিবিসি টিভির এম জিল্লুর রহমান প্রমুখ প্রমুখ।
বক্তারা বলেন, ‘শুধু বরিশাল নয়, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ নানাবিধ অনৈতিক কর্মকা-ে জড়িয়ে পড়েছে। পুলিশের অনৈতিক কর্মকা-ের প্রতিবাদ ও সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের নানাভাবে মিথ্যা মামলা, হামলা নির্যাতনসহ হয়রানি করা হচ্ছে।’
পুলিশ বাহিনীকে হুশিয়ার করে সাংবাদিক নেতারা বলেন, ‘বরিশালে ডিবিসি’র ফটো সাংবাদিক সুমন হাসানকে নির্যাতনকারী ডিবি পুলিশসহ সারা দেশের দূর্নীতিবাজ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’
Leave a Reply