নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে সফটরক প্রিমিয়ার ক্রিকেট, ১ম বিভাগ ক্রিকেট, প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়ন ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক ও সাজেক্রীস সভাপতি জনাব মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার ও সাজেক্রীস সহ-সভাপতি জনাব মোঃ সাজ্জাদুর রহমান, সহ-সভাপতি জনাব আশরাফুজ্জামান আশু, সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, প্রাইম ব্যাংক হেড অব ব্রাঞ্চ কে.এম নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সাজেক্রীস এর যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের, তৈয়ব হাসান বাবু, কোষাধ্যক্ষ শাহ আলম হাসান শানু, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, মোঃ ইদ্রিস আলী, সৈয়দ জয়নুল আবেদীন জসি, ইকবাল কবির খান বাপ্পি, মীর তাজুল ইসলাম রিপন, কবিরুজ্জামান রুবেল, হাফিজুর রহমান খান বিটু, মোঃ আলতাফ হোসেন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিঃ সিরাজুল ইসলাম খান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ স্কুল ক্রিকেটে অংশগ্রহনকারী স্কুল গুলোর শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন ক্লাবে খেলোয়াড়, কর্মকর্তাসহ ক্রীড়ামোদী দর্শক।
সংক্ষেপে পুরস্কার প্রাপ্তদের তালিকা:
সফ্টরক প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০১৮
ম্যান অব দ্যা সিরিজ: তাপস ঘোষ (২৪৯ রান – ১০ উইকেট)-সুলতানপুর ক্লাব। সেরা ব্যাটসম্যান: জাহাঙ্গীর আলম স্বপন- ২৯৭ রান- টাউন স্পোর্টিং ক্লাব। সেরা বোলার: দীপায়ন রাহা তনু – ১৫ উইকেট-এরিয়ান্স ক্লাব। রানার্স আপ: টাউন স্পোর্টিং ক্লাব। চ্যাম্পিয়ন- সুলতানপুর ক্লাব।
সফ্টরক ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০১৮
ম্যান অব দ্যা সিরিজ: নাইম (২২৪ রান – ২০ উইকেট) -ইউনাইটেড ক্লাব।
সেরা ব্যাটসম্যান- রিংকু – ৩৫৯ রান- দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব। সেরা বোলার- রব্বানী- ২০ উইকেট- গফফার স্মৃতি সংসদ। রানার্স আপ- দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব। চ্যাম্পিয়ন- ইউনাইটেড ক্লাব।
অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭
টেবিল টেনিস একক: চ্যাম্পিয়ন: বটতলা ক্রীড়া চক্র- মো. মিকাঈল ইসলাম (চঞ্চল)। রানার আপ: সিটি ক্লাব: মোঃ আশরাফুজ্জামান খান চৌধুরী (রুবেল)।
টেবিল টেনিস দ্বৈত: চ্যাম্পিয়ন: বটতলা ক্রীড়া চক্র- মো. মিকাঈল ইসলাম (চঞ্চল) ও নাজমুস সাকিব খান চৌধুরী সুপ্ত। রানার আপ: সিটি ক্লাব- মো. আশরাফুজ্জামান খান চেীধুরী (রুবেল) ও মো. আলিফ আফজার খান।
দাবা: চ্যাম্পিয়ন: উদিত সংঘ-মো. এমদাদুল হক। রানার আপ: সবুজ কুখরালী- মোবারক হোসেন লিটন। ক্যারম একক: চ্যাম্পিয়ন: ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব- মো. সাজ্জাদ হোসেন সজীব। রানার আপ: গণমুখী সংঘ – আব্দুল আহাদ খোকা। ক্যারম দ্বৈত: চ্যাম্পিয়ন: বাঁকাল প্রভাতী সংঘ-মো. সাজ্জাদ হোসেন সজীব ও সাইফুল ইসলাম। রানার আপ: যুব গণমুখী সংঘ-আব্দুল আহাদ খোকা ও সত্যজিত সরকার।
অকশন ব্রীজ: চ্যাম্পিয়ন: কুখরালী ভলিবল স্পোর্টিং ক্লাব- মো. রুহুল আমিন ও আ.ম আখতারুজ্জামান মুকুল। রানার আপ: দহাকুলা মিতালী সংঘ-মীর আরিফুল ইসলাম ও শেখ ফয়েজ আহমেদ।
Leave a Reply