কিছু বড় মাছেদের বিকট রক্ত চক্ষু
কাছে এলেই নেমে আসে খড়্গ।
কিছু সন্ন্যাসী মাছ বুকে ওম রেখে হাত বাড়ায়
কিছু নকল ওম অবিকল আসলের মতো।
আলো আঁধারের তরঙ্গ না জেনে
সাঁতার শিখেছি আমি ছোট মাছ।
কিছু ছোট মাছ বুক পেতে দেয় মধ্যস্রোতে
আলিঙ্গনে ভুলে যাই চোরাবালি রাত।
Leave a Reply