বসন্তের ফ্যাশনেবল পোশাক

লাইফস্টাইল ডেস্ক: আধুনিক তরুণ প্রজন্ম ঝুঁকছে ট্রেন্ডি ফ্যাশনের দিকে। আর সেই ফ্যাশন চাহিদা মেটাতে ঝুট-ঝামেলার অন্ত নেই। সব ঝামেলা মিটিয়ে আইকনিক ফ্যাশন গ্যারেজ তা দিচ্ছে পোশাকের ক্যানভাসে।

ট্রেন্ডি, ক্যাজুয়াল, এক্সটিক, ভাইব্রেন্ট, স্ট্রিট ও এলিগ্যান্ট রেডি টু ওয়ার ওমেন কালেকশন এবার আইকনিকের ঘরে। হ্যালো স্প্রিং শিরোনামে রঙিন এসব নতুন পণ্য পাচ্ছে সববয়সী প্রতিটি নারী।

প্যাটার্ন ভিন্নতা এবং প্যাশ্চাত্য কাট, আইকনিক ফ্যাশন গ্যারেজের পণ্যে দিচ্ছে সাতন্ত্র্য। হ্যালো স্প্রিং-এর পাশাপাশি আইকনিকের শোরুমে থাকছে শর্তসাপেক্ষে মূল্যছাড়ের সুযোগও।

ফেসবুকে আইকনিক ফ্যাশন গ্যারেজের ফ্যান পেইজ অনুসরণ করলে জানা যাবে নতুন পণ্যের ডিজাইন সম্পর্কে। ‘ফাস্ট ডেলিভারি’ সুবিধায় ফেসবুক পেইজ থেকে পাওয়া যাবে শর্তসাপেক্ষে পণ্য অর্ডারের সুবিধাও।

আইকনিকের উদ্যোক্তা তাসলিমা মলি জানান, ট্রাডিশনাল এবং পাশ্চাত্য পোশাকে নিজেদের গর্জাস লুকে উপস্থাপনার জন্য উজ্জ্বল রঙের পোশাক থাকছে আইকনিক ফ্যাশন গ্যারেজে। সবই সমকালিন ফ্যাশন প্যাটার্ন ও কালার প্যালেট অনুসরণ করে তৈরি। তাই আমাদের ক্রেতা মূলত: ট্রেন্ডি এবং ফ্যাশন সচেতন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *