বিনোনদন ডেস্ক: সালমান খানের সুপার মুভি ‘বজরঙ্গি ভাইজান’ চীনের বাজের ইতিমধ্যে প্রায় ১৩০ কোটি রুপির ব্যবসা করেছে। চীনের বাজারে ইতিমধ্যেই ছবিটি এক সপ্তাহ পার করেছে। পড়েছে দ্বিতীয় সপ্তাহে। হলিউড ছবি ‘ব্ল্যাক প্যানথার’-এর দৌর্দণ্ড দাপট সত্ত্বেও বেশ ভালোই ব্যবসা করছে ‘বজরঙ্গি ভাইজান। ইতিমধ্যে এটি আয় করেছে ১২৮.৫১ কোটি রুপি।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, বেশ ভালোই ব্যবসা করছে ‘বজরঙ্গি ভাইজান’। শনিবার ও রবিবার এটি আরো ভালো ব্যবসা করবে। ‘ব্ল্যাক প্যানথার’-এর অবস্থান খুব ভালো। ওটা দুর্দান্ত। সালমানের ছবিটি সেরা ১০টি ছবির মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে। আর সবার ওপরে স্বাভাবিকভাবেই ‘ব্ল্যাক প্যানথার’।
আগামী ৪ এপ্রিল ইরফান খানের ছবি ‘হিন্দি মিডিয়াম’ চীনের বাজারে মুক্তি দেওয়ার কথা রয়েছে। যদি দেওয়া হয় তবে এটা চীনের বাজারে এ বছর মুক্তি দেওয়া তৃতীয় ভারতীয় ছবি হবে। এ বছর প্রথমে আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ ও এর পর ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তি দেওয়া হয়েছে।
সূত্র : এনডিটিভি
Leave a Reply