শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু


মার্চ ১৩ ২০১৮

Spread the love

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগরের পল্লীতে পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর করুণ মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা একে-অপরের চাচাতো বোন। মঙ্গলবার সকালে উপজেলার আটুলিয়া ইউনিয়নের মোল্যাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশু, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের মোল্যাপাড়া গ্রামের নজরুল সানার মেয়ে মরিয়ম আক্তার সুমাইায়া(৫) ও নুরুজ্জমান সানার মেয়ে শাহনাজ আক্তার মিষ্টি(৬)।
নিহতদের স্বজনরা জানান, সকালে শিশু কন্যা সুমাইয়া ও মিষ্টি বাড়ির পাশে পুকুর ধারে খেলা করছিল। এ সময় অসাবধানতা বশতঃ তারা পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের স্বজনরা তাদের মরাদেহ ওই পুকুর থেকে উদ্ধার করে। এদিকে, একই সাথে আপন দুই চাচাচতো বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন