আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে খুলনা রেঞ্জের ১০টি জেলার ১১১ জন ইউনিয়ন/ওয়ার্ড দলনেত্রীদের ২৮দিনব্যাপী অস্থসহ মৌলিক প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ পরিচালক মোহাঃ আকবর আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট, শেখ মনিরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক মোহাঃ আকবর আলী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গঠনে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে। সন্ত্রাস দমন, বাল্য বিবাহ রোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, আর্থসামাজিক উন্নয়নসহ প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজের এবং দেশের উন্নয়ন ঘটানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকিউএম ২৮ আনসার ব্যাটালিয়ন মোঃ জাহাঙ্গীর আলম এবং থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ মোমেনা খাতুন ও অন্যান্য প্রশিক্ষকবৃন্দ। খবর বিজ্ঞপ্তির
Leave a Reply