এসবিনিউজ ডেস্ক : অবশেষে ৬৮৭ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। ৬ উইকেটে ৬৮৭ রান করে ভারত। রেকর্ডময় এই ম্যাচে অধিনায়ক বিরাট কোহলির ডাবল সেঞ্চুরির পাশাপাশি মুরালি বিজয় ও ঋৃদ্ধিমান সাহা সেঞ্চুরি করেন। বাংলাদেশের বোলারদের হয়ে ৩টি উইকেট নেন তাইজুল ইসলাম। আর ২টি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।
এদিকে আগের দিনের ৩ উইকেটে ৩৫৬ রান নিয়ে তৃতীয়দিন শুরু করে ভারত। আগের দিনের ১১১ রান নিয়ে মাঠে নামেন বিরাট কোহলি। আর ৪৫ রান নিয়ে শুরু করেন রাহানে। দ্বিতীয় দিনে আরও ১০০ রান যোগ করেন এই জুটি। অবশেষে এই জুটি ভাঙ্গেন তাইজুল। ৮৫ রানে তিনি ফেরান রাহানেকে। আর দলীয় ৪৯৫ রানের মাথায় কোহলিকে ফেরান সেই তাইজুলই। তবে আউট হওয়ার আগে বিরাট খেলেন ২৪ টি চারের সাহায্যে ২০৪ রানের ইনিংস।
তাদের বিদায়ের পরে ক্রিজে আসেন ঋৃদ্ধিমান সাহা। তিনিও আদায় করেন সেঞ্চুরি। আর তার সাথে ৬০ রানের ইনিংস খেলেন রবিন্দ্র জাদেজা। অপরাজিত থাকেন দুজনই।
Leave a Reply