স্টাফ রিপোর্টার ঃ খুলনা প্রেসক্লাবের সাবেক সহ–সভাপতি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে) সভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দীনের ১২ম শাহাদাৎ বার্ষিকী বিস্তারিত কমসুচীর মধ্যদিয়ে শনিবার পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল খুলনা প্রেসক্লাব চত্বরে শহীদ সাংবাদিক স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
শনিবার সকাল পৌণে ১১ টায় খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ শহীদ সাংবাদিক স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন। পরে খুলনা প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সিনিয়র সহ–সভাপতি শেখ দিদারুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়ের পরিচালনায় বক্তৃতা করেন, সাবেক সভাপতি অধ্যক্ষ আলী আহমেদ, যুগ্ম সম্পাদক হাসান আহমেদ মোল্যা, মো. আনিসুজ্জামান, হুমায়ুন কবীর, রাশিদুল ইসলাম, এইচএম আলাউদ্দিন, কাজী শামীম আহমেদ, আবুল হাসান হিমালয়, সোহরাব হোসেন, শেখ আব্দুল্লাহ, এম এ জলিল, শেখ শামসুদ্দিন দোহা ভারত বিচিত্রার সম্পাদক নান্টু রায়, নাজমুল হক পাপ্পু প্রমুখ।
এমইউজের উদ্যোগে দোয়া মাহফিল ও কবর জিয়ারত কর্মসুচি পালিত হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এমইউজের সভাপতি মো. আনিসুজ্জামান, বিএইফউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, এমইউজের সহ–সভাপতি ও বিএফইউজের নির্বাহী সদস্য এহতেশামূল হক শাওন, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সাবেক সহ–সভাপতি রাশিদুল ইসলাম ও আব্দুল খালেক আজীজী, সাবেক সাধারণ সম্পাদক এইচএম আলাউদ্দিন, খুলনা প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ আলী, সাংবাদিক নূর ইসলাম রকি, এমএ জলিল, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, সংস্কৃতিকেন্দ্রের সভাপতি এডভোকেট শাহ আলম, এস এম মাহবুবুর রহমান, এস এ মুকুল, শহীদের ছোট ভাই ও দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার শেখ শামসুদ্দিন দোহা প্রমূখ। কবর জিয়ারতকালে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। আজ রোববার সকাল সাড়ে ১০ টায় শেখ বেলাল উদ্দীন স্মরণে নগরীর ইকবালনগর রোডস্থ পূর্বাঞ্চল ডায়লগ সেন্টারে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
উল্লে¬খ্য, গত ২০০৫ সালের ৫ ফেব্র“য়ারি খুলনা প্রেসক্লাব চত্বরে সন্ত্রাসীদের বর্বরোচিত বোমা হামলায় শেখ বেলাল উদ্দীন আহত হন। পরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্রুয়ারি শাহাদাৎ বরণ করেন।
Leave a Reply