সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে: আইজিপি

এসবিনিউজ ডেস্ক : সাংবাদিকদের সঙ্গে পুলিশকে সুসম্পর্ক রাখার পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

বুধবার আশুলিয়ার কবিরপুরে নির্মিত ‘কবিরপুর ফায়ারিং রেঞ্জ’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।

রাজধানীর শাহাবাগে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের দুই সাংবাদিককে পুলিশের নির্যাতনের বিষয়টি ‘দুঃখজনক’ মন্তব্য করেন তিনি।

“পুলিশ সদস্যদের বারবার আমি বলি সাংবাদিক যারা তারা তো জনগণের হয়েই কাজ করেন। সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও প্রতিষ্ঠানের কর্মকাণ্ড মিডিয়ার মাধ্যমেই জনসমক্ষে আসে।

“কাজেই তারা আমাদের সহযোগী। তাদের সাথে সুসর্ম্পক রাখতে হবে, ভালো ব্যবহার করতে হবে। তাদের পেশাগত দায়িত্ব পালনে আমাদের সহায়তাও দিতে হবে। এগুলো সবসময় বলি।”

তারপরও কিছু ক্রুটি-বিচ্যুতি হয় সেগুলো পুলিশ জিরো টলারেনস নিয়ে দেখা হয় এবং সেইসঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হয় বলে তিনি জানান।

এর আগে আইজিপি ফায়ারিং রেঞ্জের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও সোয়াত সদস্যের ফায়ারিং প্রত্যক্ষ করেন।

ঢাকার পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমানের সভাপতিত্বে ফায়ারিং রেঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মাইনুর রেজা চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *