‘নতুন নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক’

এসবিনিউজ ডেস্ক : গণতন্ত্রকে শক্তিশালী করতে সকল রাজনৈতিক দলের মত নিয়ে সংবিধান অনুসারে রাষ্ট্রপতি গঠিত নতুন নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক, বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মন্ত্রী বলেন, যোগ্য, দক্ষ ও সৎ ব্যক্তিগণই নির্বাচন কমিশনে নিয়োগ পেয়েছেন। তারা নিরেপক্ষ থেকে নির্বাচন পরিচালনা করতে পারবেন। মঙ্গলবার সচিবালয়ে নতুন নির্বাচন কমিশন নিয়ে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা বলেন তথ্যমন্ত্রী।

হাসানুল হক ইনু বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে সংবিধান প্রদত্ত এখতিয়ারে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছেন। এর আগে সকল দলের মতামত নিয়েছেন। এটি রাষ্ট্রপতির মহানুভবতা। জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনই প্রধান ভূমিকা পালন করে। আর সরকার সহায়তা করে থাকে।’

তিনি বলেন, ‘সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হবে এমনটাই আমি প্রত্যাশা করি। বিএনপি’র আগামী নির্বাচনে না আসার আর অজুহাত রইলোনা।’

বিএনপির প্রতি নির্বাচন কমিশনারের ক্ষোভ থাকতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, নূতন সিইসি প্রজাতন্ত্রের কর্মকর্তা ছিলেন। তার চাকুরিজীবনের বিষয় কারো করুণায় নয়, আইনীভাবে নিষ্পত্তি হয়েছে। সুতরাং কারও ওপর ক্ষোভ বা অনুরাগের কোনো বিষয় নেই। বরং তার ওপর সবার আস্থা রেখেই কাজ করা মঙ্গলজনক বলে মনে করি।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *