জঙ্গিবাদের মাধ্যমে সরকার ফায়দা নিতে চায়: মির্জা ফখরুল
প্রতিবেদকের নাম :
-
হালনাগাদের সময় :
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭
-
৭৭
সংবাদটি পড়া হয়েছে
এসবিনিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার জঙ্গিবাদ দমন করতে চায় না। বরং এই জঙ্গিবাদের মাধ্যমে ফায়দা নিতে চায়। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘ফাইটিং মিলিট্যান্সি ইনকোয়েস্ট অব পিস’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা বার বার বলেছি, সত্যিকার অর্থে যদি আপনারা জঙ্গিবাদ দমন করতে আন্তরিক হন, তাহলে এর সুষ্ঠু তদন্ত করুন। যারা দায়ী, তাদের খুঁজে বের করুন। দেশে বাংলা ভাইয়ের মতো ভয়ঙ্কর জঙ্গি ধ্বংস করে জঙ্গিবাদ সমস্যার সমাধান করেছিল বিএনপি সরকার ২০০৪-৫ সালে। আমরা যেমন কঠোরভাবে তা নিয়ন্ত্রণ করেছিলাম, সেভাবে করুন। কিন্তু আপনারা তা করছেন না। ইচ্ছে করেই আপনারা তা করছেন না। কারণ এর থেকে আপনারা ফায়দা নিতে চান।
বিএনপির মহাসচিব বলেন, যে দেশে গণতন্ত্র থাকবে না, সেখানেই টেররিজম, জঙ্গিবাদ, উগ্রবাদের জন্ম হবে। সেটা আরও বিকশিত হবে। আমরা বার বার বলেছি, এই টেররিজমকে মোকাবিলা করার জন্য দরকার জাতীয় ঐক্য। আপনারা পাত্তা দেননি।
তিনি আরও বলেন, যখন ইতালির নাগারিক তাবেল্লা নিহত হলেন। তারপরের দিন বললাম, এটা সিরিয়াসলি দেখা উচিত। এর বিরুদ্ধে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়া উচিত। কিন্তু প্রধানমন্ত্রী নিউইয়র্ক থেকে বলে দিলেন, এর সঙ্গে বিএনপি জড়িত। যাদের জঙ্গি হিসেবে ধরা হয়েছিল, তাদের সবাইকে মেরে ফেলা হয়েছে।
জাসাস-এর সভাপতি প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সেলিমা রহমান, শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ইউসুফ হায়দার, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন।
আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...
এই বিভাগের আরো খবর :
Leave a Reply