ছোট্ট রায়ানের মাসিক আয় ৬.৫ কোটি টাকা

এসবিনিউজ ডেস্ক : তার বয়স মাত্র পাঁচ বছর। আর পাঁচটা শিশুর মতোই স্কুলে যায় সে, লেখাপড়া করে, বন্ধুদের সঙ্গে খেলাধূলা করে। আর সেই সঙ্গে পরিবারের সঙ্গে সময় কাটায় সে। বলছিলাম ছোট্ট রায়ানের কথা। কিন্তু এতকিছুর পরেও মাস শেষে এই ছোট্ট ছেলেটি ৬.৫ কোটি টাকা আয় করে। কারণ ছোট্ট রায়ান নিজের ইউটিউব ভিডিও মারফত ইতিমধ্যেই বানিয়ে ফেলেছে নিজের পরিচিতি।

ইউটিউব চ্যানেল ‘রায়ান টয়েস রিভিউ’ ইতিমধ্যেই পেয়েছে ৫.৫ মিলিয়ন দর্শক। রায়ান এবং তার পরিবারের সদস্যরা একত্রিত হয়ে এই ভিডিওতে নানা ধরনের খেলা নিয়ে কথা বলে। বিভিন্ন ব্লগ, খেলার সরঞ্জাম এবং ভিডিও মারফত এই চ্যানেলটি দর্শকদের মনোরঞ্জন করে। আর এই কাজের মাধ্যমে বহু দর্শকের মন জয় করেছে ছোট্ট রায়ান।

পাঁচ বছরের এই রায়ানের একটা সময় বড় দুঃখ ছিল। তারও অন্য বাচ্চাদের মতো ইউটিউবে নিজেকে দেখার শখ ছিল। আর সেই শখ পূরণ করতেই তার বাবা ও মা ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত নেয়। আর এরপরই রাতারাতি বিখ্যাত হয়ে যায় তাদের আদরের সন্তান রায়ান।

 

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *