গোপালগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুর

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের মুক্তিযোদ্ধা হাসমত আলী শেখের বাড়ী-ঘর ভাংচুর করাসহ কমপক্ষে ১৩টি শিরিষ গাছ, আম গাছ, পেয়ারা গাছ, মেহগনি গাছ ও নারকেল গাছ কেটে নিয়েছে প্রতিবেশী ইলু শেখ, হেলাল শেখ ও তাদের সঙ্গী হাসান মোল্যাসহ তাদের সাঙ্গো পাঙ্গোরা।

শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা হাসমত আলী শেখ জানিয়েছেন তাকে প্রায়ই ওই সকল ব্যাক্তিরা বিভিন্ন উপায়ে হয়রানী ও নির্যাতন করে। সম্প্রতি তিনি ঢাকায় অবস্থান কালে তার বাড়ী এসে দুটি ঘর ভেঙ্গে ফেলে। ১৩টি গাছ কেটে নিয়ে গেছে। তারা তার জায়গার মধ্যে বেড়া দিয়ে প্রায় ২ কাঠা জায়গা জোর পুর্বক দখল করে নিয়েছে। হামলাকারীরা ভাংচুরের সময় ঘরে রাখা উল্লেখযোগ্য পরিমান নগদ টাকা নিয়ে গেছে বলেও জানিয়েছেন ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধা।

এ ঘটনার পর তার স্ত্রী থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ এসে ঘটনাস্থল সরেজমিন তদন্ত করে করে গেছে কিন্তু কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।

বর্তমানে হামলাকারী চক্রটি বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে এবং প্রাণনাশেরও হুমকি দিচ্ছে বলে জানায় হাসমত আলী শেখ।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *