আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস ও নেপচুন। ১৬ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর নেপচুনের প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ৭,১৬,২৫। আপনার শুভ বর্ণ: বেগুণী ও গোলাপী। শুভ গ্রহ ও বার: রবি ও সোম। শুভ রতœ: একুয়ামেরিন ও গার্ণেট।
চন্দ্রের অবস্থান:আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে। ৫মী তিথি সকাল : ৮:১৫ পর্যন্ত, পরে ৬ষ্ঠী তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ–২০ এপ্রিল):আজ মেষ রাশির পুস্তক ব্যবসায়ীরা ভালো আয় করতে পারেন। স্ত্রীর সাথে কোথাও বেড়াতে যেতে হতেপারে। অংশীদারি ব্যবসায় অংশীদারদের সাথে কোন আলাপ আলোচনা চলতে পারে। ছোট খাটো ভ্রমনের যোগ দেখা যায়। আজ বৈদেশীক বাণিজ্যে অপ্রত্যাশিত ভাবে কোনো সুযোগ পেয়ে যাবেন। জীবন সাথীর শরীর স্বাস্থ্য খারাপ থাকলেও রাতে ঠিক হয়ে যাবে।
বৃষ রাশি (২১ এপ্রিল–২০ মে):আজ কাজের লোকেদের দ্বারা উপকৃত হতে পারেন। কোনো কর্মচারীর কারনে খুচরা বিক্রেতারা হিসাব সংক্রান্ত ঝামেলা থেকে অব্যহতি পাবেন। কোনো অধৈর্য্য কাষ্টমারের সাথে বাদানুবাদ দেখা দেবে। হটাৎ করে অসুস্থ হয়ে পরতে পারেন। গোপন শত্রুতার সম্মূখীন হবার আশঙ্কা। গৃহ থেকে কোনো মূল্যবান দ্রব্য চুরি হতে পারে। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে।
মিথুন রাশি (২১ মে–২০ জুন): আজ মিথুন রাশির বন্ধুরা প্রেম প্রণয় নিয়ে বেশী ব্যস্ত না হলেই ভালো করবেন। উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে ব্যস্ততা বাড়বে। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফরম পূরণ সংক্রান্ত ঝামেলায় ব্যস্ত থাকবেন। সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যাবে। শিল্প সাহিত্যের চর্চায় আশানুরুপ ভালো করতে পারেন।
কর্কট রাশি (২১ জুন–২০ জুলাই): পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। গৃহস্থালী প্রয়োজনিয় দ্রব্য ক্রয় করতে যেতে পারেন। মায়ের সাথে কোথাও বেড়াতে যাবার সম্ভাবনা রয়েছে। ভূমি সংক্রান্ত কোন সমস্যার মিমাংষা হবে। যানবাহন ক্রয়ে লাভবান হবেন। গৃহ নির্মাণের কাজে আজ কারো সহায়তা পেতে পারেন। সম্পত্তি সংক্রান্তা আলোচনা ফলপ্রসু হতে পারে।
সিংহ রাশি (২১জুলাই–২১ আগষ্ট): গৃহে ছোট ভাই–বোনের আগমন হতে পারে। গার্মেন্টস ব্যবসায়ীদের বায়ারদের সাথে মিটিং সফল হবে। বস্ত্র বিক্রেতাদের আয়ের যোগ প্রবল। বৈদেশীক যোগাযোগ শুভ। স্বর্ণালঙ্কার ব্যবসায় ভালো লাভ আশা করতে পারেন। আজ ফটোগ্রাফারদের দিনটি ভালো যাবে। সাহস ও পরক্রম বৃদ্ধি পাবে।
কন্যা রাশি (২২ আগষ্ট– ২২ সেপ্টেম্বর): আর্থিক সঙ্কটের অবসান আশা করা যায়। ব্যবসায় ভালো বেচাকেনার যোগ রয়েছে। বাড়ীতে আত্মীয় সমাগম হবে। কোনো ভোজের আয়োজন করতে পারেন। জাতিকাদের হাতে কিছু বাড়তি টাকা আসাতে সঞ্চয়ের সুযোগ বাড়বে। রেস্টুরেন্ট ব্যবসা ও ফাস্টফুড ব্যবসায় লাভের যোগ প্রবল।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর–২১ অক্টোবর): আজ দিনটি আপনার কাজে কর্মে অগ্রগতির দিন। চাকরীজীবী ও ব্যবসায়ীরা কাজের চাপে ব্যস্ত থাকবেন। কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কোনো ভালো সুযোগ সুবিধা পেতে পারেন। শিক্ষা ও গবেষণা মূলক কাজে ভালো করতে পারবেন। বিদেশ যাত্রার কথাবর্তা চলতে পারে। কারো সাথে হটাৎ করে রেগে যাবার আশঙ্কা প্রবল।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর–২০ নভেম্বর): আজ সকাল থেকেই ব্যয় বৃদ্ধির যোগ। বাড়ীতে যেমন অতিথি সমাগমের যোগ রয়েছে ,তেমনি হটাৎ করে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন। ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয় রোজগার হবে। ট্রান্সপোর্ট ব্যবসায় কোনো কম্পানির সাথে চুক্তি হতে পারে। আজ গাড়ী চালক ও হেলপারদের ভালো আয় হবার সম্ভাবনা দেখা যায়।
ধনু রাশি (২১ নভেম্বর–২০ ডিসেম্বর): ক্ষমতাধর ব্যক্তির সাথে বন্ধুত্ব গড়ে উঠবে। আয় উন্নতি বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা বকেয়া টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। কোনো বড় ভাই বোনের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকতে পারেন। ঠিকাদারী বাণিজ্যে বকেয়া বিল আদায়ের যোগ যেমন রয়েছে, তেমনি নতুন কাজের সুযোগ পেয়ে যাবেন। কমার্সের শিক্ষার্থীরা আজ কোনো পরীক্ষায় অংশ নিলে ভাল করবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর–২০ জানুয়ারি): আজ জাতিকাদের গৃহস্থালী কাজে ব্যস্ততা বাড়বে। কর্ম সংক্রান্ত যোগাযোগে সুফল আশা করা যায়। বেকাররা কোনো ইন্টারভিউ দিতে পারেন। সামাজিক কাজে অংশ নেবার যোগ প্রবল। রাজনৈতিক কাজে সাফল্য আশা করা যায়। সাংবাদিকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। সরকারী চকুরেদের কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি): ধর্মীয় ও সেবামূলক কাজে অংশ নিতে পারেন। উচ্চ শিক্ষার্থীরা পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে পরবেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। দূরের যাত্রা শুভ। ভাগ্য উন্নতিতে কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তা পাবেন। বৈদেশীক কাজে কোনো প্রভাবশালী শিক্ষকের সাহায্য কাজে লাগতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ): হাসপাতাল ও ক্লিনিক ব্যবসায়ীরা ভালো আয় করতে পারেন। হটাৎ করে চিকিৎসকদের আয় বৃদ্ধির সুযোগ আসবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। অনৈতিক কোন কাজের সাথে না জড়ানোই ভালো। শেয়ারব্যবসায়ী ও জুয়ারীরা কিছু লাভ আশা করতে পারেন। কোনো কারনে ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতা দেখা দেবে।
জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী
সাংগঠনিক সম্পাদক (বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি)
মোবাইল: ০১৭১৬–৬০৮০৮২
Leave a Reply