ইসি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

এসবিএন : সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ ৫ নির্বাচন কমিশনারের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে

রিটে নির্বাচন কমিশন নিয়োগের প্রজ্ঞাপন (নিয়োগ) বাতিল, সঙ্গে শপথ গ্রহণের বিষয়টি স্থগিত করতে বলা হয়েছে।

রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এই রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়েছে, ১৯৭৪ সালের আইনের ৫(১) ধারায় বলা হয়েছে, কোনো অবসরপ্রাপ্ত ব্যক্তিকে পুনরায় নিয়োগ দেয়া যাবে না। এই আইন লঙ্ঘন করে নিয়োগ দেয়া হয়েছে।

চলতি সপ্তাহে বিচারপতি কাজী রেজা-উল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

রিটে কেবিনেট সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট ৮ জনকে বিবাদী করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *