আজকের দিনটি কেমন যাবে?
প্রতিবেদকের নাম :
-
হালনাগাদের সময় :
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭
-
৬০৬
সংবাদটি পড়া হয়েছে
আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস ও শুক্র। ১৫ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর শুক্রর প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ৬,১৫,২৪। আপনার শুভ বর্ণ: গোলাপী ও সাদা। শুভ গ্রহ ও বার: রবি ও শুক্র। শুভ রতœ: গার্নেট ও হীরা।
চন্দ্রের অবস্থান:আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করবে। ৪র্থী তিথি সকাল:৬:৫৭ পর্যন্ত পরে ৫মী তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ- ২০ এপ্রিল):মেষ রাশির জাতক জাতিকাদের ভ্রমন বা ট্রাভেল এজেন্সী কাজে ব্যস্ত থাকতে হতে পারে। ব্যয় তুলনামূলক বাড়লেও তা ভালো কাজের জন্য ব্যয় হওয়াতে মনে শান্তি পাবেন। সকালের দিকে কিছু টাকা আসলেও বিকালে তা ব্যয় হয়ে যাবে। বৈদেশীক বাণিজ্যে ভালো আয় হবার সম্ভাবনা প্রবল। প্রবাসীদের সাফল্য লাভের যোগ রয়েছে। ভ্রমনের সুযোগ পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল- ২০ মে):আজ বৃষ রাশির জাতক জাতিকাদের বকেয়া অর্থ আদায়ের সম্ভাবনা প্রবল। কোনো বন্ধুর সাহায্যে উচ্চ শিক্ষা সংক্রান্ত কাজে ব্যস্ত থাকতে পারেন। টিকাদারী ও এজেন্সী ব্যবসায় ভালো লাভ হবে। আজ কোনো বন্ধুর বাসায় বিকালে সকলে একত্রিত হতে পারেন। বড় ভাই এর কাছ থেকে ব্যবসায় কিছু অর্থ সাহায্য পাওয়ার সম্ভাবনা।
মিথুন রাশি (২১ মে-২০ জুন): আজ মিথুন রাশির জাতক জাতিকাদের চাকরী লাভের যোগ প্রবল। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বা ব্যাংকিং ক্ষেত্রে চাকরির প্রচেষ্টা সফল হবে। শিক্ষকদের আজ দিনটি ভালো যাবে। সচিব পর্যায়ের ব্যক্তিদের সাথে কোনো প্রকার সম্পর্ক গড়তে পারেন। পিতার সাহায্যে আপনার উচ্চ শিক্ষা সাংক্রান্ত স্বপ্ন পূরণ হতে পারে। বিদেশ যাত্রার প্রচেষ্টা ফলপ্রসু হবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই): বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। জীবীকার জন্য বিদেশ যাওয়ার যোগ প্রবল। প্রবাসী বন্ধুরা ভালো সুযোগ পাবেন। আজ আশানুরুপ আয় না হলেও ধর্মীও ও আধ্যাত্মীক কাজে আত্ম তৃপ্তি পেতে পারেন। দূরে কোথাও ভ্রমনে যাওয়ার সুযোগ পাবেন। কোনো বিশ্ব বিদ্যালয়ে ভর্তির সুযোগ চলে আসবে।
সিংহ রাশি (২১জুলাই-২১ আগষ্ট): আজ সিংহ রাশির বন্ধুরা পাওনাদারের তাগাদা পেতে পারেন। সকালের দিকে কিছুটা দুশ্চিন্তা থাকলেও বিকালে তা কমে আসবে। ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত জটিলতা নিরশনের কাজে ব্যস্ত থাকবেন। শেয়ার বিনিয়োগে ভালো লাভ হবে। আজ পুরোনো কোনো মামলার অবসান হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো আয় হবার সম্ভাবনা রয়েছে।
কন্যা রাশি (২২ আগষ্ট-২২ সেপ্টেম্বর): আজ ব্যবসায়ী বন্ধুদের ভালো আয় রোজগার হতে পারে। দাম্পত্য সুখশান্তি বৃদ্ধি পাবে। জীবন সাথীর সাহায্যে কোনো আর্থিক সমস্যার সমাধান হতে পারে। অংশিদারী ব্যবসায় আজ কোনো নতুন কাজের অর্ডার পেতে পারেন। কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর): আজ তুলা রাশির বন্ধুদের কর্মস্থলে কোনো ভালো ঘটনা ঘটতে চলেছে। পদোন্নতির কোনো পরীক্ষায় আপনি যোগ্যতার সাথে সফলকাম হবেন। কাজ কর্মে সহকর্মীদের পূর্ণ সহায়তা লাভের যোগ প্রবল। কোনো শত্রু আপনার সাথে মিত্রতার আহবাণ পাঠাতে পারে। অসুস্থদের শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে। কাজের লোকের সাহায্যে কোনো কাজে সফল হতে পারেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর-২০ নভেম্বর): বৃশ্চিক রাশির বন্ধুদের বিদ্যার্জনের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আজ দম্পতিরা সন্তান লাভের সংবাদ পেতে পারেন। সৃজনশীল পেশার সাথে জড়িতদের দিনটি খুব ভালো যাবে। আর্কিটেক্ট ও ইন্টেরিয়র ডিজাইনাররা নতুন কোনো কাজের অর্ডার পেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের দিনটি ভালো যাবে। সন্তানের জন্য বই খাতা কলম ক্রয় করার যোগ রয়েছে।
ধনু রাশি (২১ নভেম্বর-২০ ডিসেম্বর): পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। বাড়ীতে কোনো প্রভাবশালী আত্মীয়র আগমনের যোগ রয়েছে। চাকরীজীবীদের যাতায়াতের সমস্যা সমাধান হতে পারে। ভাড়াটিয়ারা ভালো বাসার সন্ধান পেতে পারেন। কর্মস্থলে আপনার কোনো লালিত স্বপ্ন পূরণ হতে চলেছে। গৃহে শান্তির পরিবেশ বজায় থাকবে। ভূ সম্পত্তি ক্রয়ের সুুযোগ পাবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি): আজ মকর রাশির বন্ধুদের ভালো সংবাদ লাভের যোগ প্রবল। বিদেশ থেকে উচ্চ শিক্ষা সংক্রান্ত কোনো লেটার পেতে পারেন। গার্মেণ্টস ইন্ডাস্ট্রিতি কর্মরত বন্ধুদের নতুন কাজের যোগ প্রবল। আজ বস্ত্র ব্যবসায়ীদের ভালো বেচাকেনার যোগ রয়েছে। প্রতিবেশীর কাছ থেকে কোনো বিষয়ে সাহায্য পেতে পারেন। লেখক ও প্রকাশকরা সম্মানিত হবেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির বন্ধুদের ধন প্রাপ্তির যোগ প্রবল। শুভ বৃৃহস্পতির প্রভাবে আজ কোনো আপ্যায়নে অংশ নিতে পারেন। বাড়ীতে বহু আত্মীয় স্বজনের আগমন হতে পারে। বকেয়া টাকা আদায়ের যোগ প্রবল। চাকরীজীবীরা বাড়তি আয়ের সুযোগ পেয়ে যাবেন। খুচরা ও পাইকারী বিক্রয়ে ভালো লাভ হবে। আজ বুদ্ধিজীবীদের আয় বৃদ্ধি পাবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শারীরিক ও মানসিক অবস্থা ভালো হয়ে উঠবে। শিক্ষা ও গবেষণামূলক কাজে সাফল্য লাভের সম্ভাবনা। আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। চাকরীজীবী ও ব্যবসায়ীদের আর্থিক অনিশ্চয়তা কেটে যাবে। প্রবাসীদের নাগরীকতা সংক্রান্ত কাজে অগ্রগতি হবার প্রবল সম্ভাবনা। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। জীবন সাথীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন।
জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী
সাংগঠনিক সম্পাদক (বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি)
মোবাইল: ০১৭১৬-৬০৮০৮২
আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...
এই বিভাগের আরো খবর :
Leave a Reply