এসবিনিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন ধ্বংস করছে।
রাজধানীর সেগুন বাগিচায় দুদক–এর প্রধান কার্যালয়ে মঙ্গলবার ‘দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের দায়িত্ব’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ এই কর্মশালার আয়োজন করে।
দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা আশাবাদি। দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসের যোগ্য একটি দেশ গঠনের স্বপ্ন দেখি।’
তরুণদেরকে দেশের ভবিষ্যৎ নেতা উল্লেখ করে তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের উচিত তাদের নিজেদেরকে পরিবর্তন করা (দুর্নীতি বিরোধী মনোভাব), কেননা বাইরের কেউ তাদের মধ্যে পরিবর্তন আনতে পারবে না।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুদক–এর কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ ও এএফএম আমিনুল ইসলাম এবং ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরন।
Leave a Reply