সাংবাদিক লাঞ্ছিত বেরোবি সাংবাদিক সমিতির নিন্দা

এসবিনিউজ ডেস্ক : রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহকায়ক, দৈনিক ইত্তেফাক এর রংপুর অফিস প্রধান ও নিউজ টোয়েন্টিফোর এর রংপুর বিভাগীয় প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ওয়াদুদ আলী ও নিউজ টোয়েন্টিফোর এর ক্যামেরাম্যান রেফায়েত জাহান রাফিকে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ সদস্য কর্তৃক লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)। শনিবার সাংবাদিক সমিতির সভাপতি তপন কুমার রায় ও সাধারণ সম্পাদক নুর ইসলাম সংগ্রাম স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বার্তায় এই নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করা হয়।

গণমাধ্যমে প্রেরিত বার্তায় জানানো হয়, গত ২৬ জানুয়ারি রাতে রংপুর স্টেডিয়ামে সোহা লাইভ স্টাইল কনসার্টে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ সদস্য কর্তৃক ন্যাক্কারজনক এই ঘটনায় প্রতিবাদ জানানোর পাশাপাশি শীঘ্রই এই ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নিতে পুলিশ কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ গ্রহন করবে বলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মনে করে।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *