রোববার মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

এসবিনিউজ ডেস্ক : রাজধানীতে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আগামীকাল বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকের (বিবি) গর্ভনর ফজলে কবীর ২০১৬১৭ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করবেন।

কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভর্নর মুদ্রানীতি সম্পর্কে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরবেন।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রবৃদ্ধি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ, ক্ষুদ্র মাঝারি শিল্প (এসএমই) এবং ব্যাংকিং ব্যবস্থায় অলস টাকাসহ বিভিন্ন খাতে বিশেষ গুরুত্ব দিয়ে মুদ্রানীতি প্রণয়ন করা হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বিগত সময়ের আলোকে কেন্দ্রীয় ব্যাংক তার মুদ্রানীতিতে সতর্কতা অবলম্বন করবে।

২০১৬ সালের ২৬ জুলাই কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছিলো।

একই মান বজায় রেখে ২০১৭ সালের জানুয়ারি থেকে জুন মেয়াদের জন্য মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *