রূপান্তরের সিনিয়র কর্মী কনসালট্যান্ট ডাঃ খন্দকার জহুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে নগরীর একটি ক্লিনিকের আইসিইউতে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। রূপান্তর পরিবারের পক্ষ থেকে তাঁর রোগমুক্তির জন্য প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।
শনিবার দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত নার্গিস মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। তাঁকে সাথে সাথেই আইসিইউতে পাঠানো হয়। ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী ডাঃ খন্দকার জহুরুল ইসলাম পাকিন্তানে চিকিৎসাবিদ্যা অধ্যায়ন করেন। রূপান্তর পরিবারের পক্ষে নির্বাহী পরিচালকদ্বয় স্বপন কুমার গুহ এবং রফিকুল ইসলাম খোকন তাঁর আশু রোগ মুক্তি কামনা করে সকলকে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। খবর বিজ্ঞপ্তির।
Leave a Reply