রিট খারিজ : চলবে ভারতীয় ৩ চ্যানেল

এসবিনিউজ ডেস্ক : ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাস, স্টার জলসা ও জি বাংলা বন্ধ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে বাংলাদেশে এ ৩টি চ্যানেল প্রদর্শনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রবিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে।

আদালতে স্টার জলসা ও স্টার প্লাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল মতিন খসরু। জি বাংলার পক্ষে ব্যারিস্টার সামসুল হাসান শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

রায়ের পর মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, এই রায়ের ফলে বাংলাদেশে ভারতীয় ওই ৩ টিভির সম্প্রচারে আর কোনা আইনি বাধা নেই।

অন্যদিকে রিটকারী পক্ষের আইনজীবী এখলাস উদ্দিন বলেন, আমরা উচ্চ আদালতে আপিল করব। আশা করি ন্যায়বিচার পাব।

২০১৪ সালের ৭ অগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেছিলেন।

প্রাথমিক শুনানি নিয়ে ২০১৪ সালের ১৯ অক্টোবর রুল জারি করে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ।

ভারতীয় এই তিন টিভি চ্যানেল বন্ধে নির্দেশ কেন দেয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে। তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ারম্যান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়। গত ৮, ৯, ১০ ও ১১ জানুয়ারি হাইকোর্টে ওই রুলের ওপর শুনানি শেষে এই রায় দিল হাইকোর্ট।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *