এসবিনিউজ ডেস্ক : বিয়ে করার ধুম পড়েছে বলিউড অভিনেত্রীদের। বিপাশা বসু, প্রীতি জিনতার মতো এবার বছরের শুরুতেই সাত পাকে বাঁধা পড়লেন আর এক বলিউড নায়িকা।
বিগ বস সিজন ৯ যাঁরা দেখেছেন, তাঁরা এই নায়িকাকে অবশ্যই চেনেন। ইরানের সুন্দরী এই নায়িকা। নাম মান্দনা করিমি। বিগ বসের সময় থেকেই তাঁর প্রেমিক গৌরব গুপ্তার কথা গণমাধ্যমগুলোতে প্রচার হয়। সেই প্রেমকেই এবার তাঁরা বিয়ের পরিণতি দিলেন। ট্যুইটার এবং ইনস্টাগ্রামে কোর্ট ম্যারেজের সেই ছবি পোস্ট করেছেন মান্দনা।
Leave a Reply