এসবিনিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পণ্য পরিবহনের সময় পথে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র ও নৌ মন্ত্রীর সাথে পরিবহন মালিক শ্রমিকদের বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। অতিরিক্ত মালামাল পরিবহন করলে জরিমানা করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, চাঁদাবাজি যেখান থেকে হয় সেটা সুনির্দিষ্টভাবে আমাদেরকে বলতে হবে। সে বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। নির্ধারিত লোডের বাইরে কোন ট্রাক যেতে দেয়া হবে না।
Leave a Reply