1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন
৭ পৌষ, ১৪৩১
Latest Posts
📰বছরের দীর্ঘতম রাত আজ📰গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন📰সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত 📰সচেতন নাগরিক কমিটি (সনাক) ‘অভিজ্ঞতা বিনিময় সভা’ অনুষ্ঠিত📰জেলা প্রশাসক কর্তৃক সাংবাদিক উজ্জলের সাথে অশোভন আচরনে সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ📰আশাশুনির খাজরায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রাখার অভিযোগ📰আশাশুনিতে সুন্দরবন রক্ষায় শিক্ষন ও অভিজ্ঞতা বিষয়ক বিনিময় সভা📰মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে আশাশুনি রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন📰সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক গালাগাল করার প্রতিবাদে মানববন্ধন📰আশাশুনিতে শিক্ষণ ও অভিজ্ঞতা বিষয়ক বিনিময় সভা

নাসের হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ ও বার্ণ ইউনিট

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭
  • ৯৬ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : দীর্ঘ প্রতিক্ষার অবসান হচ্ছে মঙ্গলবার। পদ্মার এপারের সরকারি পর্যায়ে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হচ্ছে খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে। একই সঙ্গে পালাস্টিক সার্জারী ও বার্ণ ইউনিটও চালু হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিম মঙ্গলবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

খুলনা সফরের অংশ হিসেবে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বিমানেযোগে যশোর হয়ে খুলনা সার্কিট হাউজে আসবেন। বেলা ১১টায় সার্কিট হাউজে উপস্থিত হয়ে পরপরই যাবেন আবু নাসের হাসপাতালে। সেখানে আইসিইউ ও বার্ণ ইউনিট উদ্বোধন শেষে আবারও সার্কিট হাউজে যাবেন। সেখানে মধ্যাহ্নভোজ শেষে বিকেল চারটায় তিনি খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করবেন। পরে খুলনা মেডিকেল কলেজ অডিটরিয়ামের এক মতবিনিময় সভায় যোগ দেবেন স্বাস্থ্যমন্ত্রী। বিভাগের সিভিল সার্জন এবং জেলার উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা, বিএমএ, স্বাচিপসহ মেডিকেল কলেজের চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।

রাতে খুলনা সার্কিট হাউজে অবস্থান শেষে পরদিন বুধবার স্বাস্থ্যমন্ত্রী যশোর হয়ে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

উল্লেখ্য, ঢাকার বাইরে বিশেষ করে পদ্মার এপারে সরকারি কোন প্রতিষ্ঠানে আইসিইউ বিভাগ না থাকায় গুটি কয়েক প্রাইভেট প্রতিষ্ঠান মূমূর্ষ রোগীদের নিয়ে বাণিজ্য করে আসছে।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারি পর্যায়ের হাসপাতালে আইসিইউ বিভাগ থাকলে রোগীদের এভাবে জিম্মি করে অর্থ আদায়ের সুযোগ হতো না। আবু নাসের হাসপাতালে আইসিইউ বিভাগ চালু হতে চললেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভবন নির্মাণ হয়েও এখনও পড়ে আছে। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর একান্ত সচিব ড. নমিতা হালদার খুলনা সফরে এসে ওই ভবনটি দেখতে গেলে ছাত্রলীগের আভ্যন্তরীণ কোন্দলে সেখানে সংঘর্ষ হয়। এতে পিছিয়ে যায় ওই ভবনটির উদ্বোধন প্রক্রিয়া। খুলনাঞ্চলের এ দু’টি বৃহৎ স্বাস্থ্য প্রতিষ্ঠানে আইসিইউ বিভাগ চালু থাকলে অন্তত: মুমূর্ষু রোগীদের আর ঢাকায় যেতে হবে না বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd