এসবিনিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম হামলা হলো ইয়েমেনে। রোববারের ভোরের এ হামরায় আল কায়েদার সঙ্গে সম্পর্ক থাকা তিন উপজাতীয় গোত্রপ্রধানসহ ৫৭ জন নিহত হয়েছে।
উপজাতীয় ও স্থানীয় সূত্রগুলো জানায়, মধ্যাঞ্চলের বাইদা প্রদেশের ইয়াকলা জেলায় বেশ কয়েকটি বাড়ির ওপর বিমান থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ফেলা হয় ও হেলিকপ্টার থেকে মেশিনগান দিয়ে গুলি করা হয়।
তারা জানান, ড্রোন ও অ্যপাচি হেলিকপ্টার হামলায় দুই ভাই আব্দুল রউফ ও সুলতান আল-জাহাব এবং সাইফ আলউই-জাফি নিহত হয়। হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়। আল কায়েদার সঙ্গে উপজাতীয় প্রধানদের সম্পর্ক ছিল বলে জানা গেছে।
Leave a Reply