1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন
৭ পৌষ, ১৪৩১
Latest Posts

‘কেয়ামত ঘনিয়ে আনছেন’ ট্রাম্প

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭
  • ১১০ সংবাদটি পড়া হয়েছে

এসবিনিউজ ডেস্ক : ধর্মীয় বিশ্বাসের সেই কেয়ামত না হলেও এই পৃথিবী ধ্বংসের কতটা কাছাকাছি যায় বা ফিরে আসে, তা প্রতীকীভাবে তুলে ধরতে যেডুমসডে ক্লকচালু করেন একদল বিজ্ঞানী, তার কাঁটা ৬৪ বছরের মধ্যে এখনই চরম ক্ষণের সবচেয়ে কাছাকাছি।

২০১৫ সালের ঘটনাবলির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের শিকাগো ইউনিভার্সিটিতে দেয়ালে স্থাপিত ঘড়িটির কাঁটা ৩০ সেকেন্ড এগিয়ে আনা হয়েছে। এখন চরম সময় অর্থাৎ মধ্যসরাতের আড়াই মিনিট আগে রয়েছে কাঁটাটির অবস্থান।

এই পদক্ষেপের জন্যা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত বছরজুড়ে বিভিন্ন বিষয়ে উদ্বেগজনক বক্তব্যকে মূল কারণ দেখিয়েছে ঘড়িটির দেখভালকারী দি বুলেটিন অফ দি অ্যা টমিক সায়েন্সেস (বিপিএ)

বিপিএ প্রধান র‌্যাচেল ব্রসনান এক বিবৃতিতে উত্তেজনা এড়িয়ে শান্ত থাকার জন্য  বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে যুদ্ধ এড়ানো যায়।

মানুষের কার্যকলাপ পৃথিবীর অস্তিত্বকে কতটা ঝুঁকিপূর্ণ করে তুলছে, সে বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ১৯৪৭ সালে এইডুমসডে ক্লকস্থাপন করেন বিশ্বের প্রথম পরমাণু বোমা তৈরিতে ভূমিকা রাখা একদল বিজ্ঞানী।

স্নায়ুযুদ্ধ শুরুর পর ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্র হাইড্রোজেন বোমা ফাটালে এই ঘড়ির কাঁটা চরম সময়ের দুই মিনিট আগে আনা হয়। তা দিয়ে বোঝানো হয়েছিল, পৃথিবী চরম সঙ্কটে রয়েছে।

ডুমসডে ক্লকের কাঁটার পরিবর্তন হচ্ছে যেভাবে

এরপর নানা ঘটনায় বিভিন্ন সময়ে আগপিছু করে ২০১৫ সালে ঘড়ির কাঁটাটি ১৯৫৩ সালের অবস্থানের চেয়ে এক মিনিট (চরম সময় মধ্যডরাতের চেয়ে তিন মিনিট) পিছিয়ে অবস্থান নেয়।

তারপর দুই বছর ওই অবস্থানেই ছিল কাঁটাটি, ২০১৭ সালে এসে কাঁটাটি ৩০ সেকেন্ড এগিয়ে আনা হল। ৬৪ বছরের মধ্যে  চরম সময়ের এত কাছে কখনও আসেনি এই কাঁটা।

বিপিএর বিবৃতিতে বলা হয়, গত বছরজুড়ে পরমাণু অস্ত্র বাড়াতে এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে ট্রাম্পের বিতর্কিত নানা বক্তব্যেযর কারণেডুমসডে ক্লকেরকাঁটা এগিয়ে আনতে হয়েছে।

তবে কাঁটাটি পুরো এক মিনিট না এগিয়ে তার অর্ধেক এগিয়ে আনার কারণ ব্যাখ্যাা করে বিপিএ বলেছে, ট্রাম্প যেহেতু মাত্রই ক্ষমতায় বসেছেন এবং তার প্রশাসন এখনও সাজাননি, তাই পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ট্রাম্পের পাশাপাশি ইরানের পরমাণু চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, সাইবার নিরাপত্তায় হুমকি এবং ভুয়া সংবাদ সরবরাহের প্রবণতা বেড়ে যাওয়াকেও ঘড়িটির কাঁটা এগিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

সারাবিশ্ব থেকে পদার্থবিদ পরিবেশ বিজ্ঞানীদের একটি দল নিয়ে গঠিত বিপিএরবোর্ড অব স্পন্সর’, যার মধ্যে ১৫ জন নোবেলবিজয়ী রয়েছেন। এই বোর্ডের সদস্যদের সিদ্ধান্তে ঘড়িটির কাঁটা আগপিছ করা হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালে যখন চালুর সময় চরম সময়ের সাত মিনিট আগে ঘড়িটির কাঁটা স্থির রাখা হয়েছিল। তারপর রুশমার্কিন উত্তেজনার কারণে কাঁটাটি এগোচ্ছিল। ছয় বছর পর যুক্তরাষ্ট্র হাইড্রোজেন বোমা ফাটালে এক লাফে কাঁটাটি চলে আসে চরম ক্ষণের দুই মিনিটের মধ্যে।

এই পর্যন্ত ২২ বার কাঁটাটি স্থান পরিবর্তন করেছে। সোভিয়েত পতন জার্মানির পুনরেকত্রীকরণের পর ১৯৯১ সালে কাঁটাটি সরে যায় চরম সময়ের চেয়ে ১৭ মিনিট পেছনে। অর্থাৎ ওই সময়টিই বিশ্বের ঝুঁকি কমে আসছিল।

তবে তারপর থেকেডুমসডে ক্লকেরকাঁটা আবার এগোতে শুরু করে এবং এখন তা আবার ১৯৫৩ সালের কাছাকাছিতে গিয়ে ঠেকেছে।

 

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd