এসবিনিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক আজহার আলীকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে আইসিসি। আগামী এপ্রিলে পাকিস্তান দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিনি খেলতে পারবেন না।
স্লো ওভার রেটের কারণে আজহার আলীর ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর অন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বল করে পাকিস্তান। ১২ মাসের মধ্যে দ্বিতীয়বার স্লো ওভার রেটের ঘটনা ঘটায় আজহার আলীকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
Leave a Reply