কেন্দ্রীয় ব্যাংকের সতর্ক মুদ্রানীতি ঘোষণা

এসবিনিউজ ডেস্ক : ব্যক্তি খাতে ঋণ প্রবৃদ্ধি ১৬ দশমিক ৫ শতাংশ অপরিবর্তিত রেখে সর্তক মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। রবিবার বেলা সাড়ে ১১টায় চলতি ২০১৬-১৭ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে জুন ২০১৭ পর্যন্ত বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে ১৬ দশমিক ৫ শতাংশ। যা প্রথমার্ধের মুদ্রানীতিতে উল্লেখ করা ছিল।

এ ছাড়া অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি অপরিবর্তিত রেখে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৬ দশমিক ৪ শতাংশ।

ফজলে কবির বলেন, এই মুদ্রানীতিকে প্রথমার্ধের মতোই উৎপাদন সহায়ক ও সতর্ক নীতিভঙ্গি। এ মুদ্রা নীতিতে মূল্যস্ফিতি ধরা হয়েছে ৫ শতাংশ ৮ শতাংশ।

শেয়ারবাজার প্রসঙ্গে গভর্নর ফজলে কবির বলেন, ২০১০ সাল থেকে বিদ্যমান মন্দা পরিস্থিতি থেকে বের হয়ে আসার প্রক্রিয়ায় যেন নিয়ন্ত্রক সংস্থা নজরদারি করে। তা না হলে অতীতের মতো এবারও ক্ষুদ্র বিনিয়োগকারীদের লোকসান হওয়ার আশঙ্কা আছে।

ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, এস এম মনিরুজ্জামান ও বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা মো. আখতারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *