এসবিনিউজ ডেস্ক : সার্চ কমিটির সুপারিশে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে যে সিদ্ধান্ত নেবেন, আওয়ামী লীগ তা মেনে নেবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, সার্চ কমিটি নিয়ে বিএনপিতে দ্বিমত থাকলেও আওয়ামী লীগ আশাবাদী।
তিনি বলেন, আমরা সকল সময় আশাবাদী। আমরা মহামান্য রাষ্ট্রপতির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে তিনি যে নির্বাচন কমিশন নিয়োগ দেবেন বাংলাদেশ আওয়ামী লীগ তা মেনে নেবো।
Leave a Reply