নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নব-নির্মিত ৬০নং বাঁশদহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ মে) দুপুরে সদরের বাঁশদহা ইউনিয়নের বাঁশদহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বদরুজ্জামান খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও নব-নির্মিত বিদ্যালয় ভবনের ফলক উন্মোচন করে বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন ও সামগ্রীক উন্নয়ন প্রমাণ করেছে গ্রাম হচ্ছে শহর। তিনি আরো বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মহান স্বাধীনতার সঠিত ইতিহাস শিক্ষা দিতে হবে। শিক্ষকরাই পারে আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস শিক্ষা দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। স্বাধীনতা বিরোধী চক্র স্বাধীনতার সঠিক ইতিহাসকে বিকৃত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আপনাদের মহামূল্যবান ভোটে এমপি নির্বাচিত হয়ে কোন কাজটি করলে আমার এলাকার জনগণ ভালো থাকবে সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী, সহকারি শিক্ষা অফিসার সঞ্জয় কুমার মন্ডল, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বাঁশদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুবক্কর প্রমুখ। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪ (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় ৪ তলা ভিত বিশিষ্ট ১তলা আনুভূমিক সম্প্রসারণ ভবন প্রাক্কলিত মূল্য ১ কোটি ১৫ লক্ষ ৯১ হাজার ২৪৭ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে নির্মাণ করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আহছান উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
Category: সাতক্ষীরা সদর
-

প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন ও সামগ্রীক উন্নয়ন প্রমাণ করেছে গ্রাম হচ্ছে শহর-বীর মুক্তিযোদ্ধা এমপি রবি
-

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের পলাশপোলে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ মে) সকালে শহরের পলাশপোল বউ বাজার এলাকায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিথি হিসেবে রাস্তায় নির্মাণ সামগ্রী দিয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভা ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর ও সাতক্ষীরা পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন। পলাশপোল বউ বাজার সংলগ্ন মেন রাস্তা হতে আদর আলীর দোকান হতে কাদের মাওলানার বাড়ি পর্যন্ত ২২৯ ফুট গলি রাস্তা ও একই প্রকল্পে ড্রেণ নিমাণসহ ৩টি কাজ মোট ১ লক্ষ ৫ হাজার টাকা ব্যয়ে সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে নিমাণ করা হচ্ছে।
এসময় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, পৌরসভার এসও মোহাব্বত হোসাইন, ঠিকাদার প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন, আলহাজ্ব মো. আব্দুল কাদের, আবু সাঈদ খান চৌধুরী লিপু, আব্দুল জলিল, শওকত আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল কাদের। -

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ও পৌরসভার যৌথ উদ্যোগে কোস্টাল সিটিজ রেসিলিয়েন্স প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে কোস্টাল সিটিজ রেসিলিয়েন্স প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় বিডিআরসিএস সাতক্ষীরা ইউনিট ও সাতক্ষীরা পৌরসভার আয়োজনে ও দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ বিডিআরসিএস জাতীয় সদর দপ্তরের সহযোগিতায় পৌরসভার ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন লার্নিং সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হকের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, আমেরিকান রেডক্রসের কোস্টাল সিটিজ প্রকল্পের সিনিয়র ম্যানেজার হারুন-অর-রশিদ, আন্তর্জাতিক রেডক্রস ফেডারেশনের ডিজাস্টার ম্যানেজমেন্ট ম্যানেজার মো. তৌহিদুল ইসলাম দিপু, বাংলাদেশ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি উপ-পরিচালক এএস এম আক্তার, সহকারী পরিচালক মো. শাহিনুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, খুলনা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সাধন চন্দ্র স্বর্ণকার, সাতক্ষীরা রেডক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, এস এম শওকত হোসেন, শেখ হারুন উর রশিদ, শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা পৌর প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, সাতক্ষীরা পৌর প্যানেল মেয়র রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর, পৌর কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, পৌর কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী, সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আক্তার তপু, সাতক্ষীরা পৌরসভার প্রেজেন্টেশন উপাস্থাপন করেন সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের প্রেজেন্টেশন উপাস্থাপন করেন যুব প্রধান মো. ইলিয়াস হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যকরী কমিটির সদস্য মো. রাশেদুজ্জামান রাশি। -

মৃত্যুর সঙ্গে ১০ দিন পাঞ্জা লড়ে অবেশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আব্দুল্লাহেল ফারদিন
নিজস্ব প্রতিনিধি: মৃত্যুর সঙ্গে ১০ দিন পাঞ্জা লড়ে অবেশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আব্দুল্লাহেল ফারদিন। বৃহষ্পতিবার রাত ৯টার দিকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে তার মৃত্যু হয়।
আব্দুল্লাহেল ফারদিন (১২) বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা সদরের ও কালিগঞ্জ থানার উপপরিদর্শক ফিরোজ আহম্মেদ এর ছেলে এবং সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রণীর ছাত্র।
নিহতের স্বজনরা জানান, কালিগঞ্জ থানার উপপরিদর্শক ফিরোজ আহম্মেদ পেশাগত কারণে সাতক্ষীরার পলাশপোলের অপু রায়হানের বাসায় স্বপরিবারে ভাড়া থাকতেন। গত ১৬ মে বিকেল সাড়ে ৫টায় পাশের নির্মাণাধীন ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে যায়। এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে যাওয়া সুতো ছাড়াতে যেয়ে ফারদিন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পার্শ্ববর্তী ছাদে কর্মরত এক শ্রমিক তাকে বাঁশ দিয়ে আঘাত করে তার থেকে সরিয়ে দেয়। পরে তাকে আশাঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার রাত ৯টার দিকে ফারদিনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে ফারদিনকে তার গ্রামের বাড়ি ফকিরহাট সদরে দাফন করা হয়।
সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদ উদ্দিন খান জানান, ফারদিনের মৃত্যূতে তারা যার পর নেই ব্যথিত।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম স্কুল ছাত্র আব্দুৃল্লাহেল ফারদিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। -
অবশেষে বদনাম থেকে অব্যহতি পেলেন সাতক্ষীরার শিক্ষক আব্দুস সবুর
নিজস্ব প্রতিনিধি : একটি ব্যবসায়ি প্রতিষ্ঠান থেকে টাকা চুরির দায় থেকে অব্যহতি পেলেন সাতক্ষীরা সদরের আগরদাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সবুর। মঙ্গলবার বিকেল ৫টার দিকে আবাদেরহাট বাজারে যেয়ে সদর থানার তিনজন পুলিশ কর্মকর্তা তাকে নির্দোষ বলে ঘোষণা দেন।
আগরদাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিয়ালডাঙা গ্রামের মোঃ আব্দুস সবুর জানান, গত ২৫ এপ্রিল সাতক্ষীরা শহরের সোসাল ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার টাকা তুলে অগ্রনী ব্যাংকে এক পরিচিত ব্যক্তির খোঁজে যান। সেখান থেকে বের হয়ে ফুটপাতে থাকা এক হকারের কাছ থেকে লেবু মিশ্রিত সরবত পান করেন। এর কিছুক্ষণ পরে তিনি অসুস্থতা বোধ করতে থাকেন। একপর্যায়ে তিনি নিজ মটরসাইকেলে দুপুর ১২টার দিকে বাড়ি ফেরেন। নিজ বসত ঘরের ড্রয়ারে টাকা রেখে তিনি নিজের জমি ঘুরে আবাদেরহাট বাজারে আসেন। মিস্ত্রীর কাছে মটর সাইকেল মেরামত করতে দিয়ে তিনি বাজারের নিজের পরিচিত মিজানুরের চায়না বাংলা ফানিচারে বসেন। সেখানে তিনি অসুস্থ অবস্থায় ড্রয়ার থেকে একটি কার্ড বের করে নিজের কাছে রাখেন। বিষয়টি রাস্তার অপরপাশের নিজ দোকানে বসে সিসিটিভিতে দেখেন মিজানুর রহমান। তাৎক্ষণিক তিনি ছুটে এসে মিজানুর রহমানের কাছে চলে আসেন। জানতে চাইলে আব্দুস সবুর ড্রয়ার থেকে একটি কার্ড নিয়েছেন বলে জানান। এর কিছুক্ষণ পর শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাজারে এস আব্দুস সবুরকে অসুস্থ অবস্থায় দেখে তাকে বাড়ি পাঠিয়ে দেন। আব্দুস সবুরের ভাই শিয়ালডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রফিক পিকে বলেন ২৫ এপ্রিল বিকেল তিনটার দিকে ব্যবসায়ি মিজানুর, বুলবুলি,ও রহমত বাজারে বসে তাকে তাদের বাজার সংলগ্ন জমিতে আসতে বলেন। অসুস্থ ভাই আব্দুস সবুর ড্রয়ার থেকে এক লাখ টাকা চুরি করেছেন বলে অভিযোগ করেন মিজানুর রহমান, বুলবুলি ও রহমত। আব্দুস সবুরের অনুপুস্থিতিতে নিজেদের আত্মসম্মান বাঁচাতে ইউপি চেয়ারম্যান আবুল কালামের সঙ্গে একত্রে বসে সমস্যার সমাধান করা হবে বলে তিনি অভিযোগকারি মিজানুরকে জানান। একপর্যায়ে অসুস্থ ভাই আব্দুস সবুরের কাছে কিছু জানতে না পেরে ঘটনার দিন রাত সাড়ে সাতটার দিকে শিবপুর ইউনিয়ন পরিষদে বসে চেয়ারম্যানের মাধ্যমে নগদ ৮০ হাজার টাকা দিয়ে বিষয়টি গোপন রাখার শর্তে বিষয়টি মীমাংসা করে নেন। এরপরও বিষয়টি নিয়ে অপপ্রচার চালানোয় ২৯ এপ্রিল ভাই আব্দুস সবুর সুস্থ হয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এ নিয়ে পুলিশ তদন্তে নামে। পহেলা মে বিপদ বুঝে বিষয়টি বিভিন্ন সামজিক মাধ্যমে ছড়িয়ে দেন মিজানুর, রহমত ও বুলবুল। পরবর্তীতে সিসিটিভির ভিডিও ফুটেজ পর্যালোচনা করে চুরির অভিযোগ ভিত্তিহীন বলে প্রমাণিত হওয়ায় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মোঃ ফকরুল ইসলাম খান মোবাইল ফোনে মিজানুরকে টাকা ফেরৎ দিতে নির্দেশ দেন। সে অনুযায়ি ১৩ মে ৫৯ হাজার টাকা, ২০ মে ৫ হাজার ও ২২ মে ৫ হাজার টাকা মোট ৬৯ হাজার টাকা আব্দুস সবুরকে ফেরৎ দেওয়া হয়। সিসিটিভি ফুটেজে আব্দুস সবুরের টাকা নেওয়ার বিষয়টি প্রমাণ হয়নি মর্মে মঙ্গলবার বিকেল ৫টায় আবাদেরহাট বাজারে এসে স্থানীয় ব্যবসায়ি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বলে যান পুলিশ পরিদর্শক মোঃ তারেক, উপপরিদর্শক তন্ময় বোস ও উপপরিদর্শক হাসান। এরপরও ২৬ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত বকেয়া ১১ হাজার টাকা ফেরৎ পাননি শিক্ষক আব্দুস সবুর।
এ ব্যাপারে আবাদেরহাটের ব্যবসায়ি মিজানুর রহমান বলেন, মঙ্গলবার বাজারে পুলিশ কর্মকর্তারা এলেও তাকে ডাকা হয়নি। ডাকা হয়নি ঘটনার সাক্ষীদের। -

শাল্যে বেতনা যুব সংঘের আয়োজনে চার দলীয় ক্রিকেট টুর্নামেন্ট ও পুরুষ্কার বিতারন
সাতক্ষীরা প্রতিনিধি : “মাদক কে না বলুন, খেলা কে হ্যাঁ বলুন” এই শ্লোগান নিয়ে সাতক্ষীরা সদর উপজেলা ৯ নং ব্রক্ষরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড শাল্যে বেতনা যুব সংঘের আয়োজনে ও সাংবাদিক মোঃ হাফিজুর রহমান এর পরিচালনায় চার দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলা ও পুরুষ্কার বিতারন অনুষ্ঠিত হয়েছে। ২৬শে মে শুক্রবার বিকালে শাল্যে চেয়ারম্যান মাঠে ৯ নং ব্রক্ষরাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল হুদা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ব্রক্ষরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন ঢালী , ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখ আব্দুল ওহাব,ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ মোঃ আকরামুজ্জামান লিটন। এছাড়া আরো উপস্থিত ছিলেন শাল্যে বেতনা যুব সংঘের সভাপতি মোঃ হুমায়ুন কবির রানা, সহ-সভাপতি মোঃ আকাশ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাদশা, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইমন হোসেন, প্রচার সম্পাদক মোঃ লোকমান হাকিম, কোষাধ্যক্ষ মোঃ আইয়ুব আলী, সদস্য আসিফ, আসলাম, বিশাল, ইয়াহিয়া, তামিম,সিজান,রিয়াজ, মিলটন প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু সহ অতিথি বৃন্দ।
-

মাটিয়াডাঙ্গা গার্ডার ব্রিজ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এমপি রবি
নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নে বহুল প্রীক্ষিত ও কাঙ্খিত মাটিয়াডাঙ্গা গার্ডার ব্রিজ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ মে) বিকাল ৫টায় মাটিয়াডাঙ্গা বাজারে ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ধুলিহর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল মাটিয়াডাঙ্গা, সুকদেবপুর ও যুগিপোতাসহ বিভিন্ন এলাকা খুবই অবহেলিত ছিল। রাস্তা-ঘাট, বিদ্যুৎ ও ব্রিজ ছিলোনা। এই এলাকার মানুষের অনেক কষ্ট ছিল। তাদের কষ্ট লাঘবে জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় বিদ্যুৎ, রাস্তা ও ব্রিজ দিয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। তাই এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগকে আনতে হবে। আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও জননেত্রী শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে ইনশাল্লাহ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নিবাহী কমিটির সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, ধুলিহর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সাতক্ষীরা জেলা কার্যালয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মানিক হোসেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মনসুর আহমেদ, ব্রিজ নির্মাণ কাজের ঠিকাদার ইকবাল জমাদ্দার, ধুলিহর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সালমা সুলতানা শিল্পী প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মীর মোশারফ হোসেন মন্টু, যুবনেতা এডিশনাল পিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা ও আনন্দ রজব প্রমুখ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বাস্তবায়নে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় চেইন ৫৬২০ মি. এ ৯৬.০০ মি. পিএসসি গার্ডার ব্রিজ যার প্রাক্কলিত মূল্য ৭ কোটি ১৩ লক্ষ ২ হাজার ৩৭৮ টাকা ব্যয়ে সদরের ধুলিহর ইউনিয়নে ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ও এলাকার সকলেই বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি মহোদয়ের নামকরণে মাটিয়াডাঙ্গা ব্রিজটি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেত রবি ব্রিজ নামকরণ করার দাবি জানান। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবুসানা)। -

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিনিধি : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) বিকালে শহরের ম্যানগ্রোভ সভাঘরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ আশেক ই-এলাহী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “অসাম্প্রদায়িক চেতনায় বিশ^াসী ও স্বাধীনতার স্বপক্ষের মানুষদের সমন্বয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কাজ করছে। বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে সে বিষয়ে আপনারা অবগত আছেন। যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে তাদের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তিনি আরো বলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৭দফা দাবী গুলি জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা করা হয়েছে। স্বাধীনতা বিরোধীরা সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনাদের সকলকে স্ব-স্ব অবস্থান থেকে সতর্ক ও সজাগ থাকতে হবে।”
সাতক্ষীরার প্রথম যুদ্ধাপরাধ মামলার রায় দ্রুত কার্যকর করা, সকল যুদ্ধপরাধের ঘটনা আইনের আওতায় আনা, মুক্তিযুদ্ধের শহিদ এবং ২০১৩-১৪ সালের নাশকতায় শহিদ ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত, ২০১৩-১৪ সালের নাশকতা মামলার সকল আসামীদের আইনের আওতায় আনা, ফতেপুর চাকদহা সহিংসতা মামলার সকল চার্জশিটভুক্ত আসামিদের আইনের আওতায় আনা, যুদ্ধাপরাধীদের নামে সড়কসহ স্থাপনার নামকরণ বাতিল করা ও একাত্তরের গণহত্যার স্থান সমূহ চিহ্নিত করা। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এই ৭দফা দাবি তুলে ধরে বক্তব্য বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ, উদীচী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, অধ্যাপক পবিত্র মোহন দাস, উপাধ্যক্ষ মো. ময়নুল হাসান, কবি স.ম তুহিন, স্বপন কুমার শীল, কবি দিলরুবা রোজ, কবিকবির রায়হান, আবু কাজী ও ডা. সুব্রত কুমার ঘোষ প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা জেলা শাখার সদস্য ও স্বাধীনতার স্বপক্ষের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। -

পলাশপোলে জেলা তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি : জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ১৬ মে মঙ্গলবার বিকাল ৪টায় সাতক্ষীরা পৌরসভার পলাশপোলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির এপ্রিল-জুন-২০২৩ কোয়ার্টারের আওতায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, সিভিল সার্জন অফিস, জনাব পুলক চক্রবর্তী। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার, ফাতেমা জোহরা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, সাদ্দাম হোসেন, সাতক্ষীরা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, সহকারি তথ্য অফিসার, মিসেস লতিফুন নাহার, সহকারি শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোছা: শামীমা খাতুন প্রমুখ। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠানে প্রায় ৮০ জন নারী অংশগ্রহণ করেন।
-

বিশ্ব মা দিবস মা ফাউন্ডেশন এর উদ্যোগে মায়েদের মাঝে বস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিনিধি : যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসার মধ্য দিয়ে সাতক্ষীরায় মা ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ মে) সন্ধ্যায় বিশ্ব মা দিবস উপলক্ষে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা বাঁধনডাঙ্গা ছরিমননেছা আল মদিনা জামে মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নুনগোলা জামে মসজিদের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ এর সভাপতিত্বে মায়েদের হাতে শাড়ী তুলে দেন মা ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথির বক্তব্যে মা ফাউন্ডেশন এর চেয়ারম্যান বলেন, মা শব্দটি ছোট হলেও এর তাৎপর্য ও মহত্ব অনেক বেশি। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এ কথা মাথায় রেখেই আমার মায়ের প্রতি ভালোবাসা থেকে আমি মা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। বিশ্ব মা দিবসে আমি পৃথিবীর সকল মায়েদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। হে আল্লাহ তুমি আমার মাসহ পৃথিবীর সকল মায়েদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। শাড়ি বিতরণ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বিশিষ্ট সমাজসেবক এনামুল কবির, মো. আব্দুল জলিল, ছরিমুন্নেছা আল মদিনা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নজরুল ইসলাম, আব্দুস সামাদ মাস্টার, আলহাজ্ব সাজ্জাদ হোসেন প্রমুখ। দোয়া অনুষ্ঠানের পূর্বে মসজিদ প্রাঙ্গণে অসহায় মায়েদের মাঝে বস্ত্র বিতরন করা হয়। বিশ্ব মা দিবসে সকল মায়েদের রুহের মাগফিরাত কামনা ও পৃথিবীর সকল মায়েদের জন্য জান্নাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় মা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
-

সাতক্ষীরার কুখরালীতে ব্লাক সোলজার ফ্লাই : পরিবেশ বান্ধব খামারের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কুখরালীতে ব্লাক সোলজার ফ্লাই : পরিবেশ বান্ধব খামার ও পুষ্টি সমাধান এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের কুখরালীর টাবরারডাঙী এলাকায় ফিতা কেটে এর শুভ উদ্বোধন ঘোষনা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
বেসরকারী সংগঠন অভো অরোরার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক বিধান চন্দ্র পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইমেরিটস অধ্যাপক, বাংলাদেশ কৃষি বিশ^ বিদ্যালয়ের সাবেক উপচার্য, বাংলাদেশ পরিকল্পনা কমিশন ড. এম এ সাত্তার মন্ডল, কৃষি গবেষনা ফাউন্ডেশন (কেজিএফ)সাবেক নির্বাহি পরিচালক ড.ওয়ারেশ কবির, জনহপকিন্সের সাবেক প্রতিনিধি ড. ইয়াসমিন সিদ্দিকা, ডালিয়া দাস প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ বান্ধব এই খামার উদ্বোধনের এই উদ্যোগের সাথে জলবায়ু পরিবর্তনের একটি ঘনিষ্ট সংযোগ রয়েছে। রয়েছে পরিবেশ সুরক্ষার যোগসূত্র। তাই প্রভা অরোরা এই ধরনের একটি উদ্যোগ বেছে নিয়েছে। এটি একটি স্থায়ীত্বশীল উদ্যোগ। কারন এর মাধ্যমে পরিবেশের কোন ক্ষতি হবেনা। বরং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় এই উদ্যোগটি সারা বিশে^ই নতুন দৃষ্টান্ত তৈরি করবে। এটি ফার্ম নয় এটি শিক্ষার্থীদের একটি শিক্ষনীয় ল্যাব হিসেবেও কাজ করবে। যেখান থেকে তারা সার্কলার ইকোনোমি, জৈব বর্জ্য, ৫-আরস ইত্যাদি সম্পর্কে পরিষ্কার ধারনা অর্জন করতে পারবে। সাতক্ষীরা জেলার শিক্ষার্থীরা এর মাধ্যমে পরিবেশ সম্পর্কে বাস্ব জ্ঞানার্জনেরও সুযোগ পাবে। -

সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা মোখা মোকাবেলায় আগাম প্রস্তুতি
নিজস্ব প্রতিনিধি : উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা পরিষদের আয়োজনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, ভাইস-চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক, রেডক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র প্রমুখ। প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় মোখা এটাকে সামনে রেখে সদর উপজেলা প্রশাসন,দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পূর্ব প্রস্তুতিমূলক কর্মপরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যাতে করে মানুষের কোন ক্ষয়ক্ষতি ও প্রাণহানির মতো ঘটনা না ঘটে সেজন্য আগাম প্রস্তুতি হিসাবে বিপদ সংকেত ৪ হলে জেলা প্রশাসনের নির্দেশনায় জুম মিটিং করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সদর উপজেলায় আশ্রয় কেন্দ্র হিসেবে ২৮১ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নিয়মিত মনিটরিংয়ের কাজ করবে এবং গ্রাম পুলিশ তাদেরকে সহযোগিতা করবে। এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্ধার কর্মী, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান,পল্লী বিদ্যুৎ, পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন এনজিও কর্মীরা নিজ দায়িত্ব পালন করবে। এসময় উপস্থিত ছিলেন শিবপুর ইউপি চেয়ারম্যান এ এস এম আবুল কালাম আজাদ, বৈকার ইউপি চেয়ারম্যান আবু মো মোস্তফা কামাল, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, ধুলিয়ার ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ব্রক্ষরাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মনির হোসেন,পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান,সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী, জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ শিমুল রানা, বন বিভাগ সাতক্ষীরা জেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, ব্রেকিং দ্যা সাইলেন্স অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম,রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের যুব প্রধান মোঃ ইলিয়াস হোসেন, লাবসা ইউ পি সদস্য বিশ্বনাথ মন্ডল, সুশীলন এর মনিটরিং রিপোর্টিং অফিসার প্রশান্ত কুমার মিস্ত্রি,এজি এম পল্লী বিদ্যুৎ সেবা সদস্য সাইফুল ইসলাম সহ সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
-

রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ কক্ষে চলছে পাঠদান
নিজস্ব প্রতিনিধি : বিদ্যালয়ের জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ কক্ষে চলছে পাঠদান। বিদ্যালয়টির ছাদের পলেস্তারা খসে পড়ছে। দেয়ালের ইট বের হয়ে গেছে। শিক্ষার্থীরা ভয়ে ক্লাসে বসছে না। এমন করুণ দশা সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের। জানা গেছে, ১৯৮৮ সালে একুশে পদক ও মহান স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত জাতীয় অধ্যাপক মরহুম ডা. এম.আর খান তার নিজ গ্রাম রসুলপুরে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। অত্র এলাকাসহ স্থানীয় ৫৫০ জন শিক্ষার্থী বিদ্যালয়টিতে পড়াশোনা করছে। শ্রেণীকক্ষ সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ফলে ঝুঁকিপূর্ণ পুরনো ভবনে চলছে বিদ্যালয়টির পাঠদান। সরেজমিনে গিয়ে দেখা গেছে, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে রয়েছে ছোট আকারে পাকা ভবন। ভবনের প্রায় সব কক্ষই মারাত্মক ঝুঁকিপূর্ণ। রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান ও পাঠগ্রহণ। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া, মুর্শিদা, লামিয়া, শাওন ও সাকিব এবং ৮ম শ্রেণির ‘খ’ শাখার ক্লাস চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে কথা হলে শিক্ষার্থী রিমি খাতুন, রাকিবা ইসলাম, মেহেরিন ও রুবাবা খাতুন জানায়, শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে প্রায়ই নিচে পড়ে। ক্লাস শেষ করে স্যার চলে গেলেই আমরা ক্লাস থেকে বের হয়ে যাই। কেননা আমরা সব সময় ভয়ে থাকি, কখন ছাদের পলেস্তারা ভেঙে মাথায় পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নারগিস জানান, আমাদের বিদ্যালয়টির ভবন বেশ পুরনো। এর অবস্থা জরাজীর্ণ। শ্রেণিকক্ষ পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে এবং বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। তিনি আরো জানান, ভবনের এমন সমস্যার কারণে সাইকেল সেডের টিনের ঘরে গাদাগাদি করে কয়েকটি ক্লাস নিতে হচ্ছে। বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা চরম আতঙ্কে আছি। পাঠদান ব্যাহত হচ্ছে। ক্লাস শেষ হলেই শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে বের হয়ে যায়। অনেক শিক্ষার্থী ভয়ে বিদ্যালয়ে আসছেনা।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মকসুমুল হাকিম জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি অযতেœ অবহেলায় রয়েছে। পুরনো জরাজীর্ণ ভবনে পাঠদান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঝড়-বৃষ্টিতে শিক্ষার্থীদের ক্লাস করানো যায় না। পাঠদানসহ শিক্ষা কার্যক্রম ভালোভাবে অব্যাহত রাখতে দ্রুত বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণের দাবি জানান। সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জরাজীর্ণ ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণের জন্য আবেদন পত্র পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান।’
এ বিষয়ে সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকার জানান, শিক্ষার মানোন্নয়নের জন্য মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন জরাজীর্ণ বিদ্যালয় ভবনগুলি চিহ্নত করে তালিকা তৈরী করতে। আমরা খুব শিগগিরই তালিকা করবো এবং রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় সেই তালিকায় অবশ্যই থাকবে।
এব্যাপারে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসীর দাবী, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে সাতক্ষীরাতে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবন নির্মাণ হলেও রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে আজো কোন নতুন ভবন হয়নি। দীর্ঘদিন ধরে রয়েছে অবহেলিত। তাই অতিদ্রুত পুরনো জরাজীর্ণ ঝুকিপূর্ণ ভবন ভেঙ্গে নতুন বহুতল ভবন নির্মাণ করা হোক। -

শাল্যে কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন পুনঃণির্মান কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রধান লক্ষ্যই হলো মাঠ পর্যায়ে বিনামূল্যে সকল মানুষের শতভাগ সুচিকিৎসা নিশ্চিত করা। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যান্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডেরশাল্যে কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন পূনঃনির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ রা মে) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু এ ক্লিনিকের নতুন ভবন পূনঃনির্মান কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ ফরহাদ জামিল, এইচ ই ডি সাতক্ষীরার সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল মতিন,সদর উপজেলা স্বাস্থ্য অফিসের এম টি ই পি আই শেখ মহিবুর রহমান,সাতক্ষীরা মেডিকেল কলেজের এম টি ই পি আই মোঃ ফারুক হাসান,পৌর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মিলন,শাল্যে কমিউনিটি ক্লিনিকের সি এইচ সি পি ডাঃ দেলোয়ার হোসেন, ঠিকাদার মোঃ উইনুচ আলী (চাকলা) প্রমুখ।
-

মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি
নিজস্ব প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার (২৬ মার্চ) সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। এসময় তিনি সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন এবং বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা মৎস্যজীবীলীগের সভাপতি মীর শাহিন প্রমুখ। এসময় দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
-

জেলা বিএমএ এর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলী অর্পণ
স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে খুলনা রোডস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় বিএমএ এর সাধারণ সম্পাদক খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মনোয়ার হোসেনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী অর্পণের সময় উপস্থিত ছিলেন সংগঠনপর সাংগঠনিক সম্পাদক ডাঃ মো. রাশেদুজ্জামান, অর্থ বিষয়ক সম্পাদক ডাঃ জয়ন্ত সরকার,বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
-

মহিলাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা , ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা, ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ রবিবার সকাল ১০ টায় জেলা লেডিস ক্লাব ও সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা মহিলা ক্রীড়া সংস্থ সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়াা অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক পত্মী মিসেস জেসমিন নাহার। এসময়অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পত্মী মিসেস রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক পত্মী মিসেস মৌ রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পত্মী মিসেস মাহিনুর আক্তার টুম্পা, সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী এ্যাড. ফরিদা আক্তার বানু, মিসেস মারুফা আক্তার স্বপ্না, রাফিয়া বেগম, মিসেস রুপালী খান, মিসেস ইসমত আরা, লাবনী দত্ত, জ্যোৎস্না দত্ত , জেলা মহিলা অধিদপ্তরের জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ। এ সময়বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।
-

স্বাধীনতা দিবসে পৌর সভার উদ্যোগে শহীদ আব্দুর রাজ্জাকের কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলী ও দোয়া অনুষ্ঠান
স্টাফ রিপোর্টারঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা পৌর সভার উদ্যোগে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাকের কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলী ও শহীদদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯ টায়
শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ আব্দুর রাজ্জাকের কবরে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধাঞ্জলী প্রদান শেষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, শেখ আনোয়ার হোসেন মিলন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, প্রধান অফিস সহকারী প্রশান্ত ব্যাণার্জী, হিসাব রক্ষক মো. জহুর আলী,কনজারভেনসি পরিদর্শক ইদ্রিস আলীসহ পৌর সভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট মসজিদের ইমাম হাফেজ আব্দুল জলিল।