সামাজিক দূরত্ব বজায় রাখতে সাতক্ষীরায় আইন শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত, গতকাল পর্যন্ত সাড়ে ২০ লক্ষাধিক টাকা জরিমানা আদায়


এপ্রিল ২৫ ২০২০

স্টাফ রিপোটার ঃ সাতক্ষীরায় করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে ও সাধারন মানুষকে ঘরে রাখতে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবসহ আইনশৃখংলা বাহিনীর ২০ টি টিম জেলা ব্যাপী অভিযান অব্যাহত রেখেছে। এরপরও হিমশিম খাচ্ছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। আইন শৃংখলা বাহিনীকে উপেক্ষা করে বিভিন্ন অজুহাতে সাধারন মানুষ অহেতুক রাস্তায় ঘোরাঘুরি করছেন। ভ্রাম্যমান আদালতের অভিযানে তাদের জরিমানাও করা হচ্ছে।
ইতিমধ্যে সামাজিক দূরত্ব বজায় না রেখে অহেতুক ঘোরাঘুরি, সরকারি নির্দেশ অমান্য করে সন্ধ্যার ৬ টার পর দোকান খোলা রাখা ও দ্রব্যমূল্যের দাম বেশী নেয়ার অপরাধে গত ২৪ ঘন্টায় জেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২২ জনকে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ পর্যন্ত জেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ হাজার ৪৮ টি মামলায় ২০ লাখ ৫৮ হাজার ৫৮৭ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
এদিকে, করোনা সচেতন প্রতিরোধে জেলাব্যাপী চলছে মাইকিং, ছড়ানো চ্ছে জীবাণুনাশক স্প্রে

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন