সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার দিনভর বড়দল ইউনিয়নে গণসংযোগ, মহিলা সমাবেশ, সনাতন ধর্মাবলম্বী এবং ভাটা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার সকাল ১০টায় বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল মাঠে ইউনিয়ন জামায়াতের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মাওলানা আবদুল ওয়াজেদ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি সেকেন্দার আলী। প্রধান অতিথির বক্তব্য দেন এমপি প্রার্থী রবিউল বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, মাওলানা আবু বক্কার সিদ্দিক, প্রফেসর আব্দুল গফফার, ডা. রোকনুজ্জামান, ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা ও প্রভাষক দীপ্র কুমার মণ্ডল। ১১টায় সানা বাড়ি মসজিদে ইমাম কল্যাণ পরিষদের আয়োজনে ইমাম সমাবেশ হয়। সভাপতিত্ব করেন হাফেজ মারুফ বিল্লাহ। এতে ইউনিয়নের ৪৯টি মসজিদের ইমাম অংশ নেন। প্রধান অতিথি ছিলেন রবিউল বাশার। দুপুরে বড়দল এডিবি ব্রিকসের শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় রবিউল বাশার বলেন, “বড়দলের অবহেলিত সড়ক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, খাল উন্মুক্তকরণ, সুপেয় পানি ও স্লুইসগেট সংস্কারসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে কাজ করব।” সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, মাওলানা আনোয়ারুল হক, সদস্য আব্দুর রশিদ ও হাফিজ রুহুল আমিন। বিকেল ৪টায় দক্ষিণ মাদিয়া মন্দির প্রাঙ্গণে এবং সন্ধ্যা ৬টায় চম্পাখালি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে পৃথক পথসভা হয়। প্রধান অতিথির বক্তব্যে রবিউল বাশার বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষ সমান সুযোগ-সুবিধা পাবে, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সম্পদ বণ্টন হবে।” উভয় পথসভায় বক্তারা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন জানান।
সংবাদ শিরোনাম:
বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ ও মতবিনিময়
-
আব্দুর রাজ্জাক - আপডেট সময়: ১০:৫২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- ৫৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়
























