Site icon Daily Dakshinermashal

আশাশুনিতে প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৯২ কেজি মাছের পোনা অবমুক্ত

Spread the love
আশাশুনি ব‍্যুরো:
আশাশুনিতে অভ্যন্তরীণ জলাভূমি এবং বর্ষা প্লাবিত ধানখেত/প্লাবন ভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে রাজস্ব বাজেটের আওতায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। এসময় উপজেলা পুকুর, থানা পুকুর, মসজিদ পুকুর ও সদর ইউনিয়ন পরিষদ পুকুর সহ মোট ২৬টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৯২ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খান, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল প্রমূখ উপস্থিত ছিলেন।
Exit mobile version