Site icon Daily Dakshinermashal

মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত রোববার: আইসিটি প্রতিমন্ত্রী 

Spread the love

মোবাইল ডেটা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে রোববার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শনিবার এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন। 

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, মুঠোফোন অপারেটরদের সঙ্গে বৈঠকে বসে মোবাইল ডেটা চালুর সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার সকাল ৯টার দিকে এই বৈঠক হবে। সেই বৈঠকের পর মোবাইল ডেটা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মোবাইলের ফোর-জি নেটওয়ার্ক আগামীকাল রোববার বা সোমবারের মধ্যে স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আইসিটি খাতে প্রত্যক্ষ ক্ষতি হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। সরকার ইন্টারনেট সেবা বন্ধ করেনি, বরং ডেটা সেন্টার ও ফাইবার ক্যাবল পোড়ানোর কারণে এ দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

Exit mobile version