শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত


নভেম্বর ৫ ২০২৩

শ্যামনগর ব্যুরো ঃ সাতক্ষীরার শ্যামনগরে ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ শ্লোগানে ৫২তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন চত্বর র‌্যালি প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা অনুষ্ঠিত হয় ৷ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস, এম জগলুল হাদার, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস্ চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস্ চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জিএম ওসমান গনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহিনূল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবার কবির, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক ও সমবায়ীরা ৷অনুষ্ঠিনটি সার্বিক পরিচালনা করেন, উপজেলা সমবায় অফিসার মো: জাকির হোসেন ৷

শ্যামনগর

যশোর

আশাশুনি