বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


নভেম্বর ১৬ ২০২৩

নিজস্ব প্রতিনিধি : বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় শহরের সুলতানপুরস্থ দ্যা পোল স্টার পৌর হাইস্কুল হলরুমে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে ও সাতক্ষীরা পৌরসভার সার্বিক সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দ্যা পোল স্টার পৌর হাইস্কুল’র প্রধান শিক্ষক অনামী কৃষ্ণ ম-লের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনিমা রাণী ম-ল, শিক্ষক মো. রবিউল ইসলাম, দীপক কুমার মৃধা, মো. আমজাদ হোসেন, অসীত কুমার ম-ল, শিশির রঞ্জন রায়, ইতা রাহা প্রমুখ। আলোচনা সভা শেষে বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘সবুজ শহর, পরিচ্ছন্ন শহর, আমার প্রাণের শহর-সাতক্ষীরা’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক এর প্রোগ্রাম অর্গানাইজার অসীম ঘোষ, সবুজ কুমার দাস, রাশিদুল হাসান, আকাশ ম-লসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক ইউডিপি’র ফিল্ড কো-অর্ডিনেটর মো. ইউছুফ আলী।

শ্যামনগর

যশোর

আশাশুনি