মশাল ডেস্ক : দ্বদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরার চারটি আসনে মনোনয়ন প্রত্যাশিদের সংখ্যা এ পর্যন্ত সকল রেকর্ড ভঙ্গ হবে। এ পর্যন্ত ২৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২১ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন পত্র সংগ্রহের ও জমা দেওয়ার সময় থাকলেও গতকাল পর্যন্ত সংগৃহত হওয়ার সংখ্যাটি কম নয়। বিগত ১৫ বছওে সরকাওে থাকায় আওয়ামীলীগের অনেকের মধ্যে প্রার্থী হওয়ার আগ্রহ ও সামর্থ তৈরি হয়েছে। বিগত সময়ের নির্বাচনগুলোতে হাতে গোনা কয়েকজন প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার সে ধারা পরিবর্তন হয়ে প্রার্থীর পূর্ণ জোয়ার ইতোমধ্যে শুরু হয়েছে। আওয়ামীলীগের মনোনয়ন মূল্য ৫০ হাজার করা হলেও মনোনয়নপত্র সংগ্রহের ক্ষেত্রে তা বাধা হয়ে দাড়ায়নি ।
গতকাল পর্যন্ত সাতক্ষীরার চারটি আসনে মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে আছেন সাতক্ষীরা ১ আসনে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুজিবর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামীলীগের মানবসম্পদ সম্পাদক লায়লা পারভিন সেজুতি , তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনদ কুমার।
সাতক্ষীরা-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফি আহমেদ, জেলা আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী এরতেজা হাসান জজ, জেলা আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারি আ হ ম তারেক উদ্দীন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জে এম ফাত্তাহ।
সাতক্ষীরা-৩ আসনে সবচেয়ে কম মনোনয়নপত্র সংগৃহীত হয়েছে। সাবেক মন্ত্রী ও সাংসদ ডা. আ ফ ম রুহুল হক, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
সাতক্ষীরা-৪ আসনে এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ এসএম জগলুল হায়দার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা মাসুদা খানম মেধা, জেলা আওয়ামীলীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক সফিউল আযম লেনিন , কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান, সাবেক পুলিশ কর্মকর্তা আতাউর রহমান, যুবলীগের কেন্দ্রীয় নেতা বাবলুর রহমান বাবলু, রনি আহমেদ।
আরো যারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে শোনা যাচ্ছে তার মধ্যে আছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক শামিমা পারভিন রতœা, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, যুবলীগ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মো: রফিকুল ইসলাম প্রমুখ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ পর্যন্ত সাতক্ষীরার চারটি আসনে আওয়ামীলীগের মনোনয়েন পত্র সংগ্রহ করেছেন ২৫ জন
নভেম্বর ১৯ ২০২৩