তালা-কলারোয়া-১ আসনে ফিরোজ আহম্মেদ স্বপনের মনোনয়ন পত্র সংগ্রহ


নভেম্বর ১৯ ২০২৩

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের পক্ষে দলীয় নেতাকর্মীরা জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার কৃষ্ণা রায় এর কাছ থেকে তালা-কলারোয়া-১ আসনের সংসদীয় প্রার্থী হিসাবে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হেলাল, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রতœা, আ.লীগনেতা ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, মাহবুবর রহমান মফে, সাবেক চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, আওয়ামীলীগ নেতা সহকারী অধ্যাপক ইউনুছ আলী খান, মাস্টার হাফিজুর রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসমলাম, আ.লীগনেতা শহিদ আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি আশিকুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক রেজনুজ্জামান লিটু, উপজেলা যুবলীগনেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইউপি সদস্য আলহাজ্ব নজরুল ইসলামসহ কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। তিনি এর আগে শনিবার বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যলয় থেকে মনোনয়ন পত্রসংগ্রহ করেছেন।

শ্যামনগর

যশোর

আশাশুনি