ডোনাল্ডকে শোকজ করবে বিসিবি


নভেম্বর ৯ ২০২৩

স্পোর্টস রিপোর্টার---
ডোনাল্ডকে শোকজ করবে বিসিবি

ডোনাল্ড

শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লিতে ম্যাচের সময় অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউট করার বিষয়টি নিয়ে চারদিকে ব্যাপক সমালোচনা। অনেকে বাংলাদেশ দলকে নিয়ে এবং অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে কটাক্ষ করছেন। কেউ কেউ আবার পক্ষেও আছেন। এর মধ্যেই বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড এক ওয়েবসাইটকে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছেন, ‘বিষয়টি হতাশাজনক ছিল এবং আমি এমন কিছু দেখতে চাই না, মন বলছিল মাঠে ঢুকে বলি যথেষ্ট হয়েছে আর না।’বিষয়টি নিয়ে যখন পক্ষে-বিপক্ষে চারদিকে অনেক সমালোচনা, ওই সময় ডোনাল্ডের এমন মন্তব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অসন্তুষ্ট করেছে। টুর্নামেন্ট চলার সময়ে দলের কোচিং স্টাফ হয়েও তার এই মন্তব্যকে আচরণবিধি ভঙ্গ হিসেবেই দেখছে বিসিবি। জানা গেছে, আলোচিত একটি বিষয় নিয়ে নিজ দলের সমালোচনা করে বক্তব্য দেওয়া ও বিনা অনুমতিতে সাক্ষাৎকার দেওয়ায় ডোনাল্ডকে কারণ দর্শানোর নোটিস (শো-কজ) দেবে বিসিবি।

শ্যামনগর

যশোর

আশাশুনি