আশাশুনি:
সংবাদদাতা : আশাশুনিতে দুই কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার এর নেতৃত্বে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ শাহীনুর রহমান, এএস আই আব্দুল আলিম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ২ কেজি গাঁজা সহ খুলনা জেলার পাইকগাছা উপজেলার শিববাড়ি গ্রামের মোঃ আলী আকবর গাজীর ছেলে সোহাগ গাজী (২৭) ও আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের মোঃ ইব্রাহিম গাজীর ছেলে মোঃ ফরহাদ গাজী (২০)কে শুক্রবার রাত ৯টার দিকে কাদাকাটি ইউনিয়নের হাজির হাট বাজারের জাকির হোসেনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে স্থানীয়দের সহযোগিতায় হাতেনাতে গ্রেফতার করেন। এসংক্রান্তে থানায় নিয়মিত নং-১৬(১১)/২৩ মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।