আশাশুনিতে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত


নভেম্বর ১৩ ২০২৩

 

আশাশুনি প্রতিনিধি
সংবাদদাতা প্রেরিত : আশাশুনিতে এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নুরের সভাপতিত্বে সভায় কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল সহ সরকারি কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন এনজিও প্রতিনিধি অংশ নেন। সভায় উপজেলায় কার্যরত এনজিওগুলোর কর্মকান্ড, বাস্তবায়নাধীন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও জন প্রতিনিধিদের সাথে সমন্বয় সাধন এবং এনজিওগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় করে কাজ করার জন্য সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সবশেষে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ৮টি এনজিওর প্রতিনিধি প্রত্যেকের ১৭ হাজার ৮৫০ টাকার চেক প্রদান করা হয়েছে।

শ্যামনগর

যশোর

আশাশুনি