শ্যামনগরে মাছ ধরতে যেয়ে মৎস্যজীবির মৃত্যু


সেপ্টেম্বর ২ ২০২৩

মাহফুজুর রহমান:

গত ১ সেপ্টেম্বর দিবাগত রাতে শ্যামনগর উপজেলাধিন মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার সংলগ্ন ওয়াপদা ইজ গেইটের সম্মুখের খাল হতে একটি মৃত দেহ উদ্ধার করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, মথুরাপুর গ্রামের মৃত দেবেন্দ্র নাথ মন্ডলের পুত্র মনোরঞ্জন মন্ডল (৬১) প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় ইজ গেটের উভয় পাশ্বর্েৃ জাল দিয়ে মাছ ধরতে যায়। রাত্র ১০ টার সময় বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু, সময় গড়াতে থাকলে তাকে না পেয়ে রাত্র আনু: ১টার সময় তার স্ত্রী, কন্যা, ভ্রাতাদ্বয়সহ পরিবারের অন্যান্য সদস্যরা তাকে খুঁজতে থাকেন। কোথাও সন্ধান না পেয়ে অবশেষে ষøুইজ গেটের উভয় দিকে পানিতে নেমে খুঁজতে থাকেন। এক পর্যায়ে রাত্র ৩.৩০ টার সময় মনোরঞ্জনের আপন ভ্রাতা চিত্তরঞ্জন মÐল এবং প্রতিবেশি দীপংকর মÐল গেটের উত্তর পার্শ্বে পানির মধ্য হতে মনারঞ্জনের লাশ উদ্ধার করেন। এসময় তার হাতে জাল পেঁচিয়ে ধরা ছিল। পরিবার সূত্রে আরও জানা যায়, সে ইতোপূর্বে কয়েকবার মৃগী রোগের লক্ষণে অজ্ঞান হয়েছিল। এছাড়া তার মারাত্মক হার্টের সমস্যা ছিল। মৃত্যু কালে সে স্ত্রী ও ৩ কন্যা সন্তান রেখে গেছে। তার এ মৃত্যুতে এলাকাবাসি দারুণ ভাবে শোকাহত। শ্যামনগর থানা পুলিশের এস.আই পিংকু স্গংীয় ফোর্সসহ লাশটি উদ্ধার করে পোস্টমর্টের জন্য মর্গে প্রেরণ করেছেন।
মো: মাহফুজুর রহমান তালেব।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন