শ্যামনগরে ঠাকুর অনুক‚ল চন্দ্রের ১৩৬তম পুরুষোত্তম মাস উদযাপন


সেপ্টেম্বর ৩ ২০২৩

শ্যামনগর ব্যুরো:

শ্যামনগর উপজেলা সৎসঙ্গ মন্দির কমিটির আয়োজনে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৬ তম পুরুষোত্তম মাস উদযাপিত হয়েছে। গতকাল সন্ধ্য ৭ টায় সমবেত প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অতঃপর পবিত্র সত্যানুসরন পাঠ করেন কুমুদ রঞ্জন গায়েন, পবিত্র পুনঃ পুথি পাঠ করেন অসিত কুমার মন্ডল, পবিত্র গীতা থেকে উচ্চারন করেন মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের সহ-অধ্যক্ষ দীনেশ চন্দ্র মন্ডল, নারী নীতি পাঠ করেন শিউলী রানী মন্ডল। এরপর পুরুষোত্তম মাসে শ্রী শ্রী ঠাকুর অনুক‚ল চন্দ্রে দিব্য জীবন ও বাণি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা সৎসঙ্গের সভাপতি সহপ্রতিঋত্বিক বাবু অসিত কুমার মন্ডল। প্রধান অতিথির বক্তব্য রাখেন মতুয়া মহাসঙ্গের উপজেলা সভাপতি নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণান্দ মুখার্জি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহপ্রতিঋত্বিক অরবিন্দ মন্ডল, ইষ্টপ্রাণ তপন কুমার মন্ডল, উপজেলা সৎসঙ্গ মন্দির কমিটির সম্পাদক দেবী রঞ্জন মন্ডল, সহ-সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল। বক্তব্য পর্বের পর সঙ্গীত পরিবেশন করেন একাডেমীর পরিচালক পলাশ মজুমদার, বাঁধন মন্ডল, শান্ত রানী ও বিশিষ্ট কীর্ত্তনিয়া বিষ্ণুপদ রায় ও সুদেব কুমার মন্ডল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাবু দেবীরঞ্জন মন্ডল।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন