আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৩ আসনে নৌকায় ভোট চেয়ে মোস্তাকিম এর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ


সেপ্টেম্বর ২ ২০২৩

বিএম আলাউদ্দীন  ব‍্যুরো:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা ৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম এর পক্ষ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের উন্নয়নের তথ্য তুলে ধরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের আচার্য প্রফুল­ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, চাম্পাফুল ও কালিবাড়ী বাজার, উজিরপুর বাজার এবং আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া দিঘীরপাড় ও শোভনালীতে সরকারের উন্নয়নের তথ্য তুলে ধরে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। এসময় আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আ ব ম মোসাদ্দেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল, দপ্তর সম্পাদক বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আওয়ামী লীগ নেতা বুদ্ধদেব সরকার, সোহরাব হোসেন মোড়ল, নজরুল ইসলাম গাইন, সাজ্জাদুল হক টিটুল, আলমগীর হোসেন আঙ্গুর, বদিয়ার রহমান, এজদান আলী, রজব আলী সরদার, তৈয়বুর রহমান তৈবার, পরেশ অধিকারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আসমাউল হুসাইনসহ আশাশুনি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উনয়নম‚লক কর্মকাÐের লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, জননেতা আলহাজ্ব এবিএম মোস্তাকিম সাতক্ষীরা ৩ আসনের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং সাধারণ মানুষের আশা ভরসা ভালোবাসার মানুষ। আমরা তার নির্দেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের উন্নয়নের তথ্য তুলে ধরে সাতক্ষীরা ৩ আসনের বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত অবদি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। তাকে যদি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৩ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়া হয় তাহলে এই আসনে নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে। এসময় তারা আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আবারো জননেত্রী শেখ হাসিনাকে সরকার গঠন করে প্রধানমন্ত্রী করার আহŸান জানান।

আশাশুনিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদেরআহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:
আশাশুনিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর আহবায়ক কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে আশাশুনি বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি করেন, আশাশুনি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক সাংবাদিক গোপাল কুমার মন্ডল। সভায় সদস্য সচিব মৃন্ময় মলি­কের সঞ্চালনায় ভাচুয়ালী বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল। বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক তুলসী চন্দ্র পাল, কাশিনাথ মন্ডল, শিক্ষক শংকর কুমার দাশ, বিভাষ দেবনাথ, ভবেন্দ্র নাথ সরকার, অরবিন্দু সরকার, নির্মল মন্ডল, রনদা প্রসাদ মন্ডল, স্বপন বিশ্বাস, রমেশ মন্ডল, বিবেকানন্দ মন্ডল লিটন, লালন সরকার, স্বপন সরকার প্রম‚খ। সভায় আগামী ৮ সেপ্টেম্বর ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারী দলের প্রতিশ্রুতি বাস্তবায়নে গণঅনশন ও গণঅবস্থান কর্মস‚চী পালনসহ বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন