শ্যামনগরে সাংবাদিকদের সাথে আমার প্রকল্পের কর্মশালা


আগস্ট ৩১ ২০২৩

শ্যামনগর ব্যুরো ঃ

বেসরকারি সংস্থা উত্তরণের আমার প্রকল্পের আয়োজনে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সংস্থার কর্মকান্ড অবহিতকরণ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগষ্ট উপজেলা পাবলিক লাইব্রেরিতে সকাল ১০ টায় অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্যের পর মাল্টিমিডিয়ার মাধ্যমে ১৯৭৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত উত্তরণ মানুষের উন্নয়নমুলক কর্মকান্ডের বিস্তারিত বিবরন দেন অনুষ্ঠানের সভাপতি লিগ্যাল এইডস্ এর প্রোগ্রাম অফিসার মোঃ মেজবাহু রহমান খান।

উপস্থিতিগণ গ্রপ ভিত্তিক ‘সম্পত্তিতে নারীর অধিকার’, খাস জমি ও জলমহাল সম্পর্কে লিখিত মন্তব্য পেশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর। এসময় প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আমার প্রকল্পের ম্যানেজার আমিনুর রহমান ও নুরজাহান।

আবু সাঈদ
তারিখ ঃ ৩১/০৮/২০২৩

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন