প্রবৃদ্ধি ৫.৩৮%
চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই ২০২২ থেকে এপ্রিল ২০২৩) বিশ্ববাজারে পণ্য রফতানির লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৭৩১ কোটি ডলারের। এর বিপরীতে রফতানি হয়েছে ৪ হাজার ৫৬৭ কোটি ডলারের। এ হিসেবে লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৪৬ শতাংশ কম অর্থমূল্যের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। ২০২১-২২ অর্থবছরের প্রথম ১০ মাসে পণ্য রফতানি হয়েছিল ৪ হাজার ৩৩৪ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ডলারের। এ হিসেবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে পণ্য রফতানি বেশি হয়েছে ৫ দশমিক ৩৮ শতাংশ।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে নিয়মিত রফতানি পরিসংখ্যান হালনাগাদ করে প্রতিবেদন প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। গতকাল প্রকাশিত হয়েছে ২০২২-২৩ অর্থবছরের প্রথম ১০ মাসের প্রতিবেদনের সংস্করণ। এতে দেখা গেছে, ১০ মাসে প্রধান পাঁচটি পণ্যের চারটিই নেতিবাচক প্রবৃদ্ধিতে রয়েছে।
অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশ থেকে রফতানি হওয়া শীর্ষ পাঁচ পণ্য হলো পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য এবং কৃষিপণ্য। পরিসংখ্যান বলছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ১০ মাসে দেশের মোট রফতানির ৯২ দশমিক শূন্য ২ শতাংশজুড়েই ছিল এ পাঁচ পণ্য। ২০২১-২২ অর্থবছরের প্রথম ১০ মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে পোশাক রফতানি বেড়েছে ৯ দশমিক শূন্য ৯ শতাংশ। অন্যদিকে হোম টেক্সটাইল পণ্য রফতানি কমেছে ২৯ দশমিক ৩৪ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি কমেছে শূন্য দশমিক ৫২ শতাংশ। পাট ও পাটজাত পণ্য রফতানি কমেছে বা ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ২৫ শতাংশ এবং কৃষিপণ্য রফতানি কমেছে ২৮ দশমিক ৮১ শতাংশ।
ইপিবি প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রফতানি হওয়া পণ্য তৈরি পোশাক। মোট রফতানির ৮৪ দশমিক ৪৫ শতাংশই এটি। আলোচ্য সময়ে বিশ্ববাজারে ৩ হাজার ৮৫৭ কোটি ৭৫ লাখ ১০ হাজার ডলারের পোশাক রফতানি হয়েছে বাংলাদেশ থেকে। গত অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ৩ হাজার ৫৩৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার ডলারের তৈরি পোশাক।
১০ মাসের হিসাবে প্রবৃদ্ধির চিত্র ইতিবাচক। তবে মাসভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে রফতানির নেতিবাচক চিত্র দেখা গেছে। ইপিবির পরিসংখ্যানে দেখা গেছে, গত এপ্রিলে ৩৯৫ কোটি ৬০ লাখ ডলারের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে বাংলাদেশ থেকে। আর গত বছরের এপ্রিলে পণ্য রফতানি হয়েছিল ৪৭৩ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ডলারের। এ হিসেবে এপ্রিলে রফতানি কমেছে বা ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৫২ শতাংশ।
পোশাক রফতানির একক মাসভিত্তিক প্রবৃদ্ধি ঋণাত্মক হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পোশাকপণ্য প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, ২০২২-এর এপ্রিলের তুলনায় ২০২৩-এর এপ্রিলে দেশের পোশাক রফতানি কমেছে, যার হার ১৫ দশমিক ৪৮ শতাংশ।
চলতি অর্থবছরের ১০ মাসে মোট পোশাক রফতানি ৩ হাজার ৮৫৭ কোটি ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক শূন্য ৯ শতাংশ বেড়েছে। এবার নিটওয়্যার রফতানি ২ হাজার ৯৬ কোটি ডলারে পৌঁছেছে। ওভেন পোশাক রফতানি হয়েছে ১ হাজার ৭৬০ কোটি ডলারের। নিটওয়্যার ও ওভেন পোশাক রফতানিতে ১০ মাসে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৮ দশমিক ৯৭ ও ৯ দশমিক ২৪ শতাংশ।
বিজিএমইএর পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেন, ‘সার্বিকভাবে বাংলাদেশের পোশাক রফতানি স্থিতিশীল প্রবৃদ্ধি নির্দেশ করছে। চলতি অর্থবছরে পোশাক রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৮০ কোটি ডলার। এখন পর্যন্ত ১০ মাসে রফতানি হয়েছে ৩ হাজার ৮৫৮ কোটি ডলারের। বাকি দুই মাসে মাসপ্রতি কমপক্ষে ৪৩০ কোটি ডলারের পণ্য রফতানি করলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।’