নিজস্ব প্রতিনিধি :মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দেশবাসীর মঙ্গল কামনার মধ্য দিয়ে সাতক্ষীরায় বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় জেলা কালেক্টরেট চত্বরে জাতীয় সঙ্গীত ও বৈশাখী সঙ্গীত পরিবেশন শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বর্ণাঢ্য এই মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়।সেখানে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিঞ্চুপদ পাল, জেলা সিভিল সার্জন ডাঃ সবিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা- তুজ- জোহরা, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামসহ বিভিন্ন স্কলি কলেজের শিক্ষার্থী ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগন। আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহনকারী, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহন কারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন।
এদিকে এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে উদীচী শিল্পগোষ্ঠি, নোঙ্গর মিউজিক্যাল একাডেমী ও ৭১’র বধ্যভূমি ¯তৃতি সংরক্ষণ কমিটি সকাল ৯টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। পরে পোষ্ট অফিস মোড়ে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১টায় ৭১’র বধভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির আয়োজনে ম্যানগ্রোভ হলরুমে এক আলোচনা সভার আযোজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ৭১’র বধভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার। বক্তব্য দেন অ্যাড. ফাহিমুল হক কিসলু, সাংবাদিক কল্যাণ ব্যাণার্জী, অধ্যাপক পবিত্র মোহন দাস, সাংস্কৃতিক কর্মী হেনরী সরদার, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা শাখার সম্পাদক স্বপন কুমার শীল, সাংবাদিক রঘুনাথ খাঁ, উদীচীর সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, মকবুল হোসেন, কবী রুবেল, কর্ণ বিশ্বাস, উন্নয়ন কর্মী মৃণাল সরকার, বদরু মোঃ খালেকুজ্জামান . জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, অধ্যাপক ইদ্রিস আলী, অ্যাড, ইকবাল লোদী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যক্ষ আশেক ই এলাহী।
মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় বাংলা নববর্ষ উদযাপিত
এপ্রিল ১৪ ২০২৩